IRCTC: স্বস্তিতে IRCTC! কনভিনিয়েন্স ফি নিয়ে ‘ফিফটি-ফিফটি’ রাজস্বের দাবি প্রত্যাহার করল রেল
IRCTC Tourism, আগামী ১ নভেম্বর আইআরটিসির বোর্ড সদস্যরা বৈঠকে বসবেন এবং যাবতীয় সিদ্ধান্ত পর্যালোচনা করবেন।
নয়া দিল্লি: শেষমেশ নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হঠল ভারতীয় রেল (Indian Railway)। দীপমের (DIPAM) সচিব টুইট করে জানিয়েছেন, রেলের অধীনস্থ সংস্থা আইআরসিটিসির (IRCTC) সুবিধা সংক্রান্ত ফি নিয়ে নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় রেল। আইআরসিটিসি কেন্দ্রীয় সংস্থা সেবিকে জানিয়েছিল, রেলের পক্ষ থেকে তাদের জাননো হয়ছে যে নভেম্বর মাসের ১ তারিখ থেকে আয় করা রাজস্ব রেলের সঙ্গে ভাগ করে নেওয়ার ব্যবস্থা চালু হবে বলেই জাননো হয়েছিল। এরপরেই রেলের তরফে সিদ্ধান্ত প্রত্যাহারের কথা ঘোষণা করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াকে (Securities and Exchange Board of India) ভারতীয় রেল জানিয়েছিল সেবির রেগুলেশন ৩০, ২০১৫ অনুসারে তাঁরা সিদ্ধান্ত নিয়েছে আইআরসিটিসি যে রাজস্ব আদায় করবে সেটা ৫০:৫০ অনুপাতে রেলের সঙ্গে ভাগ করে নিতে হবে আইআরসিটিসিকে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের (PTI) রিপোর্ট অনুযায়ী, অনলাইনে টিকিট বুক (online ticket booking) করা জন্য ভারতীয় রেলের আওতাধীন সংস্থা টিকিট বুকিংয়ের সময় সুবিধা বাবদ যে ফি যাত্রীর থেকে আদায় করে, সেই ফি থেকে প্রাপ্ত রাজস্ব রেলের সঙ্গে সমানভাবে ভাগ করে নিতে হবে।
পিটিআই রিপোর্ট থেকেই জানা গিয়েছে, ২০১৪ – ২০১৫ আর্থিক বর্ষে এই রাজস্ব ভাগের অনুপাত ২০:৮০ ছিল। ৮০ শতাংশ রাজস্ব থেকে আইআরসিটিসি ২৫৩ কোটি টাকা আয় করেছিল। চলতি বছরে, রাজস্বের পরিমাণ বেড়ে প্রায় ৫৫২ কোটি টাকা হয়েছিল বলেই জানা গিয়েছে।
মিউচুয়াল ফান্ডগুলি (Mutual Fund) জুন ত্রৈমাসিকে আইআরসিটিসি থেকে তাদের অংশীদারিত্ব কমিয়েছে। আগে আইআরসিটিসিতে তাদের ৭.২৮ শতাংশ অংশীদারিত্ব ছিল সেটাই বর্তমানে কমে ৪.৭৮ শতাংশে দাঁড়িয়েছে। নিপ্পন লাইফ ইন্ডিয়া ট্রাস্টি (Nippon life India Trusty) এবং আদিত্য বিড়লা সান লাইফ ট্রাস্টির (Aditya Birla Sun Life Trusty) মত সংস্থা গুলি সেপ্টেম্বর ত্রৈমাসিকে আইআরসিটিসির শেয়ার কিনতে আগ্রহ দেখায়নি বলেই জানা গিয়েছে। আগামী ১ নভেম্বর আইআরটিসির বোর্ড সদস্যরা বৈঠকে বসবেন এবং যাবতীয় সিদ্ধান্ত পর্যালোচনা করবেন।
আরও পড়ুন খুশির খবর! এখন রেশন দোকানেই পাওয়া যাবে রান্নার গ্যাস