Indian Railways: প্রবীণ নাগরিকদের জন্য টিকিটে ছাড় কি ফিরে আসছে? বড় আপডেট দিলেন খোদ রেলমন্ত্রী

Railways Concession: চলতি বাদল অধিবেশনেও কেন্দ্রের কাছে এই প্রশ্ন তোলা হয়েছিল। রাজ্যসভার সাংসদ ডঃ জন ব্রিটাস, মিলিন্দ দেওরা ও সন্তোষ কুমার এই প্রশ্ন করেছিলেন। তারা জানতে চান, প্রবীণ নাগরিকদের জন্য এই ছাড় কি ফিরিয়ে আনা হবে?

Indian Railways: প্রবীণ নাগরিকদের জন্য টিকিটে ছাড় কি ফিরে আসছে? বড় আপডেট দিলেন খোদ রেলমন্ত্রী
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Aug 02, 2025 | 6:12 PM

নয়া দিল্লি: ট্রেনে সফরের ক্ষেত্রে একাধিক সুযোগ-সুবিধা পাওয়া যায়। যাত্রীদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ ভারতীয় রেলওয়ের। এমনই একটি সুবিধা ছিল সিনিয়র সিটিজেনদের জন্য ছাড়। তবে করোনাকালে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও,  সিনিয়র সিটিজেনদের জন্য ছাড় আর চালু হয়নি। আর কী কখনও এই পরিষেবা চালু হবে?

করোনা সংক্রমণের সময়ে বন্ধ করে দেওয়া হয়েছিল সিনিয়র সিটিজেনদের জন্য ছাড়। করোনা সংক্রমণ কমার পরও সেই ছাড় ফেরানো হয়নি। একাধিকবার কেন্দ্রের কাছে প্রবীণ নাগরিকদের জন্য ছাড় ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছিল।

চলতি বাদল অধিবেশনেও কেন্দ্রের কাছে এই প্রশ্ন তোলা হয়েছিল। রাজ্যসভার সাংসদ ডঃ জন ব্রিটাস, মিলিন্দ দেওরা ও সন্তোষ কুমার এই প্রশ্ন করেছিলেন। তারা জানতে চান, প্রবীণ নাগরিকদের জন্য এই ছাড় কি ফিরিয়ে আনা হবে?

এই প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে সংসদে রেলওয়েজের স্ট্যান্ডিং কমিটির কাছে এই প্রস্তাবনা পাঠানো হয়েছে পর্যালোচনার জন্য। অন্তত ৩এসি এবং স্লিপার ক্লাসে যাতে প্রবীণ নাগরিকদের জন্য টিকিটে এই ছাড় ফিরিয়ে আনা হয়, সেই প্রস্তাবনা দেওয়া হয়েছে।

রেলমন্ত্রী আরও জানান, ২০২৩-২৪ সালে যাত্রী টিকিটে ৬০ হাজার ৪৬৬ কোটি টাকার ভর্তুকি দেওয়া হয়েছিল। গড়ে প্রতি যাত্রী ৪৫ শতাংশ ছাড় পেয়েছেন। যদি যাত্রীদের ১০০ টাকার পরিষেবা দেওয়া হয়, তবে যাত্রীদের কাছ থেকে মাত্র ৫৫ টাকা নেওয়া হয় টিকিট বাবদ।