AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Senior Citizen Concession on Train Ticket: ৫৮ পেরলেই রেলের টিকিটে মিলবে ৫০ শতাংশ ছাড়?

Indian Railways: করোনাকালের পর রেলের কাছে টিকিটে এই ছাড় ফিরিয়ে আনার একাধিকবার অনুরোধ করা হলেও, সেই নিয়ম ফেরায়নি রেল। সম্প্রতিই একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রচার হয়, ৫৮ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের টিকিটের দামে ছাড় পাওয়া যাবে।

Senior Citizen Concession on Train Ticket: ৫৮ পেরলেই রেলের টিকিটে মিলবে ৫০ শতাংশ ছাড়?
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Feb 20, 2025 | 1:50 PM
Share

নয়া দিল্লি: প্রবীণ নাগরিকদের জন্য রেলের টিকিটে মিলত ছাড়। এতে বেশ অনেকটাই সাশ্রয় হত প্রবীণদের, কিন্তু ২০২০ সালে করোনাকাল থেকেই ভারতীয় রেলওয়ের তরফে প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় দেওয়া বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতিই একটি খবর ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে ফের প্রবীণ নাগরিকদের জন্য ছাড় ফিরিয়ে আনা হচ্ছে।

করোনাকালের পর রেলের কাছে টিকিটে এই ছাড় ফিরিয়ে আনার একাধিকবার অনুরোধ করা হলেও, সেই নিয়ম ফেরায়নি রেল। সম্প্রতিই একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রচার হয়, ৫৮ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের টিকিটের দামে ছাড় পাওয়া যাবে। মহিলাদের ক্ষেত্রে ৫০ শতাংশ এবং পুরুষদের ক্ষেত্রে টিকিটের দামে ৪০ শতাংশ ছাড় পাওয়া যাবে। রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস বা দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনেও এই ছাড় পাওয়া যাবে।

এই খবর ভাইরাল হতেই রেলের নজরে আসে। রেলের তরফে জানানো হয়েছে, এই খবর ভুয়ো। প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি রেল। এমন কোনও ঘোষণাও করা হয়নি।