
নতুন মাসের প্রথম কাজের দিন, আজ ২ মে। আজ মাত্র ১২ পয়েন্ট বাড়ল ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। আর এক বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স বেড়েছে ২৫৯ পয়েন্ট।
আজ সামান্য সামলে নিলেও গত ৮ দিনে প্রায় ৭ হাজার পয়েন্ট পড়েছে পাকিস্তানের শেয়ার সূচক।
ভারতের বেঞ্চমার্ক সূচক যখন সামান্য বাড়ছে তখন চড়চড়িয়ে বেড়েছে জাপান ও চিনের সূচক। জাপানি সূচক নিক্কেই বেড়েচেহ ৩৭৮ পয়েন্ট। চিনা সূচক হ্যাংসেং বেড়েছে ৩৮৫ পয়েন্ট।
আজ বাড়ল যারা:
আজ আপার সার্কিট হিট করেছে জুলুন্দর মোটর এজেন্সি, স্পোর্টকিং ইন্ডিয়া, জোডিয়াক ক্লোথিং। এছাড়াও বেড়েছে ক্রিস্টাল ইন্টিগ্রেটেড সার্ভিসেস ও ফোর্স মোটরস লিমিটেডের শেয়ারের দাম।
আজ পড়ল যারা:
আজ পড়েছে গোদরেজ অ্যাগ্রোভেট, জি-টেক জৈনক্স এডুকেশন, বৈশালি ফার্মা, মালু পেপার মিলস, ফোনিক্স মিলসের শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
*২ মে বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।