আজ ২৮ জানুয়ারি, গতকালই আমেরিকার শেয়ার বাজারকে রক্তাক্ত করেছে ডিপসিক এআই মডেল। তার প্রভাব আজ দেখা গিয়েছে ভারতের বাজারে। ২০ শতাংশ পড়েছে অনন্ত রাজ লিমিটেড। ১৯.৯১ শতাংশ পড়েছে অপার ইন্ডাস্ট্রিজের শেয়ার। অন্যদিকে, তৃতীয় ত্রৈমাসিক ফলাফল প্রকাশের পর আজ প্রায় ৬.৫ শতাংশ উঠেছে টায়ার প্রস্তুতকারক সংস্থা বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ। একই ভাবে উঠেছে বৈশালী ফার্মা ও বাজাজ হেলথকেয়ারের শেয়ারও। তৃতীয় ত্রৈমাসিকে ভাল ফল হওয়ার প্রভাব দেখা গিয়েছে টিভিএস মোটরসের শেয়ারে। আজ ৪.৬৮ শতাংশ বেড়েছে টিভিএসের শেয়ার।
আজ বাড়ল যারা:
গতকাল পড়ার পর আজ ১২৮ পয়েন্ট উঠেছে নিফটি ৫০। সর্বোচ্চ প্রায় ১৫.৮০ শতাংশ উঠেছে বৈশালী ফার্মা লিমিটেড। এ ছাড়াও উঠেছে বাজাজ হেলথকেয়ার, কনকর্ড এনভায়রো সিস্টেমস, শ্রী রামা নিউজপ্রিন্ট, এনএসিএল ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম।
আজ পড়ল যারা:
আজ পতন দেখা গিয়েছে অনন্ত রাজ লিমিটেড, অপার ইন্ডাস্ট্রিজ, ইনফোবিনস টেকনোলজিস, প্রুডেন্ট কর্পোরেট অ্যাডভাইসরি সার্ভিসেস, কির্লোস্কার নিউম্যাটিক কোম্পানির শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
*২৮ জানুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।