Share Market News: আজ ঘুরে দাঁড়াল ভারতের বাজার, ১,০৮৯ পয়েন্ট বাড়ল সেনসেক্স!

Sensex-Nifty 50: আজ খানিকটা বাড়ল ভারতের দুই বেঞ্চমার্ক সূচক। ১,০৮৯ পয়েন্ট বাড়ল সেনসেক্স ও ৩৭৪ পয়েন্ট বাড়ল নিফটি ৫০।

Share Market News: আজ ঘুরে দাঁড়াল ভারতের বাজার, ১,০৮৯ পয়েন্ট বাড়ল সেনসেক্স!

Apr 08, 2025 | 11:18 PM

গতকাল হুড়মুড়িয়ে পড়ার পর আজ খানিকটা বাড়ল ভারতের দুই বেঞ্চমার্ক সূচক। ৩৭৪ পয়েন্ট বাড়ল নিফটি ৫০ ও ১,০৮৯ পয়েন্ট বাড়ল সেনসেক্স।

দুই বেঞ্চমার্ক সূচকের সঙ্গে আজ বেড়েছে একাধিক সেক্টোরিয়াল সূচকও। ১,২৬১ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০ সূচক। ১,০২৮ পয়েন্ট বেড়েছে নিফটি মিডক্যাপ ১০০ সূচক। ৯৫৮ পয়েন্ট বেড়েছে বিএসই স্মলক্যাপ সূচক।

ভারতের সূচকের সঙ্গে আজ বেড়েছে চিন ও জাপানের সূচক। ১,৮৭৬ পয়েন্ট বেড়েছে জাপানি সূচক নিক্কেই। ২৯৯ পয়েন্ট বেড়েছে চিনা সূচক হ্যাংসেং।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করল একাধিক সংস্থা। এর মধ্যে সিলি মঙ্কস এন্টারটেনমেন্ট, কিনোট ফাইন্যান্সিয়াল, ওয়ান পয়েন্ট ওয়ান সলিউশন, টেসিল কেমিক্যালস অ্যান্ড হাইড্রো পাওয়ার, বিনানি ইন্ডাস্ট্রিজ উল্লেখযোগ্য।

আজ পড়ল যারা:

আজ পড়েছে কানানি ইন্ডাস্ট্রিজ, ডিসিএম ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ডেলিভারি, প্রিকট লিমিটেড, ওয়েস্টার্ন ইন্ডিয়া প্লাইউডসের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

* আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করেছে জেএফএল লাইফ সাইন্সেস ও ট্রান্সফর্মারস ইন্ডিয়া।
* আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে ইন্টারগ্লোব এভিয়েশন।
* অন্যদিকে আজ কোনও সংস্থাই ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছোঁয়েনি।

*৮ এপ্রিল বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।