AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indigo Airlines: ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানের টিকিট বুকিংয়ে ২০০০ টাকা পর্যন্ত ছাড়

Indigo flight: এই অফারের আওতায় ইন্ডিগো যাত্রীদের পছন্দের আসন বেছে নেওয়ার স্বাধীনতা দিচ্ছে। এর জন্য দাম তিন দিনের সেল চলাকালীন মাত্র ১৭ টাকা থেকে শুরু হচ্ছে।

Indigo Airlines: ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানের টিকিট বুকিংয়ে ২০০০ টাকা পর্যন্ত ছাড়
ইন্ডিগোর বিমান। ফাইল ছবি।
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 12:07 AM
Share

নয়া দিল্লি: দেশের অন্যতম বড় বিমানসংস্থা, Indigo এক অসাধারণ অফার নিয়ে এসেছে। ইন্ডিগো বিমানের টিকিট বুকিংয়ে মিলবে ২০০০ টাকা পর্যন্ত ছাড়। এই অফার শুরু হয়ে গিয়েছে। চলবে আরও দুদিন অর্থাৎ ৪ অগস্ট, ২০২৩ পর্যন্ত। এই সময়ের মধ্যে বিমানের টিকিট বুক করবেন, তাঁরা ন্যায্য মূল্যে ২০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। মূলত, ইন্ডিগোর কার্যক্রমের ১৭ বছর পূর্ণ হওয়ার উপলক্ষ্যে কোম্পানিটি ‘বার্ষিকী বিক্রয়’ চালু করেছে। কোম্পানি এই অফারের নাম দিয়েছে ‘HappyIndiGoDay’। তবে কিছু শর্তি আছে। দেখে নিন বিস্তারিত।

জানা গিয়েছে, ইন্ডিগো এয়ারলাইন্সের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে বুক করা সমস্ত টিকিটের উপর ১২ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এই অফারটি ৩ অগস্ট পর্যন্ত পাওয়া যাবে। আর ৪ অগস্ট থেকে টিকিটে মাত্র ৭ শতাংশ ছাড় মিলবে।

ইন্ডিগো এই অফারের জন্য আমেরিকান এক্সপ্রেস এবং HSBC-এর ক্রেডিট কার্ডের সঙ্গে চুক্তি করেছে। আমেরিকান এক্সপ্রেস গ্রাহকদের জন্য, ন্যূনতম ৫০০০ টাকার অর্ডার মূল্যে ২০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে।

HSBC ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিট বুকিং করলে ৩৫০০ টাকার অর্ডার মূল্যের উপর ৫ শতাংশ অতিরিক্ত ক্যাশব্যাক মিলবে। এই কার্ডে অফারটি ৪ আগস্ট পর্যন্ত বৈধ থাকবে এবং সর্বোচ্চ ছাড়ের সীমা হল ২০০০ টাকা৷

মাত্র ১৭ টাকায় প্রিয় সিট বুকিং

শুধু তাই নয়, এই অফারের আওতায় ইন্ডিগো যাত্রীদের পছন্দের আসন বেছে নেওয়ার স্বাধীনতা দিচ্ছে। এর জন্য দাম তিন দিনের সেল চলাকালীন মাত্র ১৭ টাকা থেকে শুরু হচ্ছে।