AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Investment Tips: মাত্র ৭০০০ টাকা বিনিয়োগে কী ভাবে হবেন ৫ কোটি টাকার মালিক? রইল ট্রিকস

Investment Tips: বিনিয়োগের ক্ষেত্রে SIP এখন খুব ভাল একটি মাধ্যম। বিশেষজ্ঞর বলছেন বিনিয়োগের জন্য প্রচুর টাকার প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ হল ধারাবাহিকতা।

Investment Tips: মাত্র ৭০০০ টাকা বিনিয়োগে কী ভাবে হবেন ৫ কোটি টাকার মালিক? রইল ট্রিকস
| Updated on: Feb 27, 2025 | 1:07 PM
Share

গত বছরের সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে শেয়ার বাজারের পতন। বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। যদিও অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এটাই সময়। এখনই সবচেয়ে বেশি বিনিয়োগ করা উচিত। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চাইলে এবং অবসরের পর ভালো তহবিল তৈরি করতে চাইলে এখনই বিনিয়গ শুরু করুন।

বিনিয়োগের ক্ষেত্রে SIP এখন খুব ভাল একটি মাধ্যম। বিশেষজ্ঞর বলছেন বিনিয়োগের জন্য প্রচুর টাকার প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ হল ধারাবাহিকতা। SIP-এর মাধ্যমে বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি সুদের হারে প্রতি মাসে মাত্র ৭,০০০ টাকা বিনিয়োগ করলে, ৫ কোটি টাকার মালিক হতে পারেন আপনি।

এখন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে খুব বশি লাভ করা যায় না। তার চেয়ে বরং বিনিয়োগ করাই ভাল। বর্তমানে শেয়ার বাজার পতনের মুখে। গত শুক্রবার সোনার দামে পতন ঘটেছে। এমন পরিস্থিতিতে, কোথায় বিনিয়োগ করবেন তা নিয়ে দ্বিধাগ্রস্ত হওয়া স্বাভাবিক।

বিশেষজ্ঞরা বলছেন, SIP হল পদ্ধতিগত বিনিয়োগ পরিকল্পনা। যার সাহায্যে বিনিয়োগকারী প্রতি মাসে তহবিলে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করেন। এর সুবিধা হল, বিনিয়োগকারীকে একবারে অনেক টাকা জমা করতে হয় না। পাবেন ভাল রিটার্নও।

মাত্র ৭,০০০ টাকা বিনিয়োগ করলে কী ভাবে থেকে ৫ কোটি টাকা আয় করবেন? ধরে নিই আপনি একটি তহবিলে প্রতি মাসে ৭,০০০ টাকা জমা করছেন এবং আপনি এতে ১২ শতাংশ হারে বার্ষিক সুদ পাচ্ছেন। যদি ১০ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে আপনার মোট বিনিয়োগের পরিমাণ হবে ১৫ লক্ষ, ৬৮ হাজার ২৫১ টাকা। যদি আপনি টানা ৩৮ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ৬০ বছর বয়সে গিয়ে আপনি ৫ কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক হতে পারেন।

ধরে নেওয়া যাক আপনি যে তহবিলে বিনিয়োগ করছেন। সেখান থেকে আপনি বার্ষিক ১২ শতাংশ রিটার্ন পাবেন। ৭ হাজার টাকা হারে আপনি ৩১,৯২,০০০ টাকা বিনিয়োগ করলেন। এই টাকার উপর আপনি সুদ পাবেন ৫,১৩,০৫,৮০২ টাকা।

এছাড়াও, যদি সুদ এবং বিনিয়োগের পরিমাণ যোগ করা হয়, তাহলে আপনার মোট বিনিয়োগ হবে ৫,৪৪,৯৭,৮০২ টাকা। ৩৮ বছর টানা মাত্র ৭০০০টাকা বিনিয়গ করলে সহজেই ৫ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তির মালিক হতে পারেন আপনি।

(কোনও রকম বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।)