Special Fixed Deposit: আর অল্পদিনই করা যাবে স্পেশ্যাল ফিক্সড ডিপোজিট, মিলবে প্রচুর সুবিধা
Bank's Scheme: সঞ্চয়ের জন্য মধ্যবিত্তদের কাছে ফিক্সড ডিপোজিট (FD) খুবই আকর্ষণীয়। বিভিন্ন ব্যাঙ্ক এই পরিষেবা দিয়ে থাকে। তবে ব্যাঙ্ক ভেদে সুদের হার আলাদা হয়। এবং বিভিন্ন সময়কালের জন্য তা করা যায়।
সঞ্চয়ের জন্য মধ্যবিত্তদের কাছে ফিক্সড ডিপোজিট (FD) খুবই আকর্ষণীয়। বিভিন্ন ব্যাঙ্ক এই পরিষেবা দিয়ে থাকে। তবে ব্যাঙ্ক ভেদে সুদের হার আলাদা হয়। এবং বিভিন্ন সময়কালের জন্য তা করা যায়। সাধারণ নাগরিকদের থেকে সিনিয়র সিটিজেনরা এই স্কিমে বেশি সুদ পেয়ে থাকেন। কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি ব্যাঙ্কে চালু আছে স্পেশ্যাল ফিক্সড ডিপোজিট বা বিশেষ এফডি। এই প্রকল্পের অধীনে দেওয়া হচ্ছে বেশি সুদ। কিন্তু এই সুবিধা খুব বেশি দিন থাকবে না। তাই দ্রুত এই স্কিমে ফিক্সড ডিপোজিট করালে বেশি টাকা রিটার্ন পাওয়ার সুযোগ খোলা থাকবে আপনাদের সামনে।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমের মেয়াদ এ বছর ৩০ সেপ্টেম্বর অবধি বাড়িয়েছে। ৪০০ দিনের জন্য এফডি করলে এই স্কিমে পাবেন ৭.১০ শতাংশ হারে সুদ। আইডিবিআই ব্যাঙ্কেও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করতে পারবেন বিশেষ এফডি। আইডিবিআই ব্যাঙ্কের এই স্কিমে ৩০০, ৩৭৫, ৪৪৪ এবং ৭০০ দিনের জন্য এফডি করতে পারবেন।
ইন্ডিয়ান ব্যাঙ্কেও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাবে এই সুবিধা। ৪০০ দিনের জন্য করা যাবে বিশেষ ফিক্সড ডিপোজিটের সুবিধা। এর জন্য ৭.৭৫ শতাংশ হারে সুদ দিতে হবে।