Invest via SIP: মাসে ১০ হাজার জমালে, কতদিনে কোটি টাকার সম্পত্তি হবে আপনার?

Systematic Investment Plan: এই ক্ষেত্রে সুদ কমপাউন্ডিং হয়, ফলে বিনিয়োগের পর অনেকটা সময় দিতে হয়। কিন্তু মাসে ১০ হাজার টাকা জমিয়ে কি কোটিপতি হওয়া যায়? কী বলছে অঙ্ক?

Invest via SIP: মাসে ১০ হাজার জমালে, কতদিনে কোটি টাকার সম্পত্তি হবে আপনার?

Jul 27, 2025 | 4:09 PM

এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এমন এক বিনিয়োগের ক্ষেত্রে যেখানে শৃঙ্খলা ও ধৈর্য্যের সঙ্গে বিনিয়োগ করলে সময়ের সঙ্গে অনেক টাকা জমানো সম্ভবও। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে সুদ কমপাউন্ডিং হয়, ফলে বিনিয়োগের পর অনেকটা সময় দিতে হয়। কিন্তু মাসে ১০ হাজার টাকা জমিয়ে কি কোটিপতি হওয়া যায়? কী বলছে অঙ্ক?

ধরা যাক, আপনি সমস্ত টাকা ব্যাঙ্কের কোনও সেভিংস অ্যাকাউন্টে রাখলেন। কারণ, অন্য কোথাও রাখলে তা অনেক বেশি রিস্ক হয়ে যাবে, সেই কারণে সেভিংস অ্যাকাউন্টের উপর আপনি ভরসা করলে আপনার প্রতি মাসে জমানো ১০ হাজার টাকা ৪০ বছর পর ৯০ লক্ষের আশেপাশে গিয়ে দাঁড়াবে।

ধরা যাক, আপনি একটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুললেন ও সেখানে টাকা জমাতে লাগলেন। তাহলে ফিক্সড ডিপোজিটের সুদের হারে প্রায় ৩০ বছর লেগে যাবে আপনার ১ কোটি টাকা জমতে। এবার কিছুটা বেশি রিস্ক নিয়ে একটা এসআইপি করলেন আপনি। কোনও লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে। যদি সেই ফান্ডের সুদের হার ১২ শতাংশ ধরলে আপনার ১ কোটি টাকা হতে আপনার লাগবে ২০ বছর।

আরও একটু বেশি রিস্ক নিয়ে এই বিনিয়োগ যদি লার্জ ক্যাপ, মিড ক্যাপ ও স্মল ক্যাপ ফান্ডে মিলিয়ে মিশিয়ে করা হয়, তাহলে ১ কোটি টাকা রিটার্ন আসতে কত সময় লাগবে? তথ্য বলছে, এমন হলে ১ কোটি রিটার্ন আসতে সময় লাগবে প্রায় ১৭ বছর।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।