Small Savings Scheme: স্মল সেভিংস স্কিমে বিনিয়োগে দিতে হবে আয়ের শংসাপত্র
১০ লক্ষ টাকার বেশি স্মল সেভিংস স্কিমে বিনিয়োগ করলে সেই আয়ের উৎস দেখাতে হবে। এ জন্য আয়ের শংসাপত্র জমা দিতে হবে। এ জন্য ব্যাঙ্ক ও পোস্ট অফিসের অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে হবে।

নয়াদিল্লি: ন্যাশনাল স্মল সেভিংস স্কিমে বিনিয়োগের জন্য নতুন নিয়ম চালু করল ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট। নতুন এক সার্কুলারে জানানো হয়েছে স্মল সেভিংস স্মিমে নির্দিষ্ট অঙ্কের উপর বিনিয়োগের জন্য আয়কর শংসাপত্র দেখাতে হবে। বেআইনি আর্থিক লেনদেন রুখতে এবং ক্রিমিলান কর্মকাণ্ড রুখতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। এ জন্য তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। কম ঝুঁকি, মধ্য ঝুঁকি, উচ্চ ঝুঁকি। জমা বা ম্যাচিউর হওয়া অ্যামাউন্ট ৫০ হাজারের মধ্যে থাকলে তা কম ঝুঁকি। ৫০ হাজার থেকে ১০ লক্ষের মধ্যে থাকলে মধ্য ঝুঁকি। ১০ লক্ষের বেশি হল তা উচ্চ ঝুঁকি।
১০ লক্ষ টাকার বেশি স্মল সেভিংস স্কিমে বিনিয়োগ করলে সেই আয়ের উৎস দেখাতে হবে। এ জন্য আয়ের শংসাপত্র জমা দিতে হবে। এ জন্য ব্যাঙ্ক ও পোস্ট অফিসের অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে হবে। গত তিন অর্থবর্ষে আয়কর রিটার্নের ফাইল জমা দিতে হবে। বা আয়ের উৎস প্রমাণ করে এ রকম উৎস দিতে হবে। দান হিসাবে সেই টাকা পেয়ে থাকলে দানপত্র দিতে হবে।
এর পাশাপাশি ১০ লক্ষ টাকার বেশি অঙ্কের নগদ লেনদেনের ক্ষেত্রেও নজর রাখা হবে। এর পাশাপাশি ১০ লক্ষের বেশি হলে আধার কার্ড, ছবি জমা দিতে হবে।
