একটা চিহ্ন দেখেই বুঝে যাবেন ওয়ালেটে থাকা ৫০০ টাকার নোটটা আসল কি না, কেউ ঠকাতে পারবে না!
How to Identify Real Money: আপনার কাছে যদি নগদ টাকা থাকে এবং এই নোটগুলির মধ্যে কোনটি আসল, কোনটি নকল, তা পরীক্ষা করতে যান, তবে সহজ পদ্ধতি রইল, যা দেখে নোট হাতে নিয়েই বলতে পারবেন তা আসল কি না নকল!
নয়া দিল্লি: দেশজুড়ে জাল নোটের রমরমা। রাজ্যে রাজ্যে মিলছে জাল নোট ও তার কারখানা। নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। এত কিছুর পরও জাল নোটের কারবার রোখা যাচ্ছে না। আর এর মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তারা প্রতিদিন প্রতারিত হচ্ছেন। জাল নোট শনাক্ত করা খুবই কঠিন, কারণ আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রতারকরা আসল নোটের মতোই হুবহু এক দেখতো জাল নোট তৈরি করছে। তবে এমন কিছু চিহ্ন থাকে নোটে, যা প্রতারকদের পক্ষেও নকল করা কার্যত অসম্ভব।
আপনার কাছে যদি নগদ টাকা থাকে এবং এই নোটগুলির মধ্যে কোনটি আসল, কোনটি নকল, তা পরীক্ষা করতে যান, তবে সহজ পদ্ধতি রইল, যা দেখে নোট হাতে নিয়েই বলতে পারবেন তা আসল কি না নকল! রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ৫০০ টাকার নোটকে চিহ্নিত করতে নোটের মধ্যে ১৭টি প্রধান প্রতীক দিয়েছে, যা সহজে ধরা পড়ে না।
কীভাবে আসল-নকল নোট চিনবেন?
- ৫০০ টাকার নোটটি আলোতে রাখলে তাতে ৫০০ টাকা লেখা দেখা যায় নোটের মধ্য়ে। যদি ৪৫ ডিগ্রি কোণে ধরা হয়, তবে ৫০০ টাকা লেখাটি দৃশ্যমান হয়।
- আসল নোটে ৫০০ টাকা দেবনাগরী হরফে লেখা থাকে।
- নোটের ঠিক মাঝখানে থাকে মহাত্মা গান্ধীর ছবি।
- ভারত ও ইন্ডিয়া লেখা হয়েছে আসল নোটে।
- নোটটি যখন ভাঁজ করা হয়, তখন থ্রেডের রঙ সবুজ থেকে নীল হয়ে যায়।
- গভর্নরের স্বাক্ষর এবং আরবিআই লোগো ডানদিকে থাকে।
- স্বচ্ছ ভারত-এর লোগো ও স্লোগান ছাপানো থাকে।
- ৫০০ টাকার নোটে লাল কেল্লা ও ভারতীয় পতাকার ছবি রয়েছে।