Fact Check: যুদ্ধ আবহে শনিবার থেকে ৩ দিন বন্ধ থাকছে ATM?

India-Pakistan: একাধিক পোস্টেই দাবি করা হচ্ছে, পাকিস্তান ভারতে সাইবার হামলা করতে পারে, তাই অনলাইন লেনদেন এখন বন্ধ রাখাই ভাল। পাশাপাশি এটিএমগুলিও আগামী ২-৩দিন বন্ধ থাকবে।

Fact Check: যুদ্ধ আবহে শনিবার থেকে ৩ দিন বন্ধ থাকছে ATM?
এটিএম বন্ধ থাকবে?Image Credit source: Getty Image & Pixabay

|

May 09, 2025 | 7:37 PM

নয়া দিল্লি: যুদ্ধ আবহ। পাকিস্তান ভারতের উপরে হামলা চালাচ্ছে। কখনও সীমান্তে গুলি, কখনও আবার রাতের অন্ধকারে মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে হামলা চালানোর চেষ্টা করছে। এই পরিস্থিতিতে একাধিক রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ব্ল্যাকআউটও করে দেওয়া হচ্ছে। এর মধ্যেই শোনা যাচ্ছে, আগামী দুই-তিনদিন এটিএম বন্ধ থাকবে। সত্য়িই কি তাই?

ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্ট। একাধিক পোস্টেই দাবি করা হচ্ছে, পাকিস্তান ভারতে সাইবার হামলা করতে পারে, তাই অনলাইন লেনদেন এখন বন্ধ রাখাই ভাল। পাশাপাশি এটিএমগুলিও আগামী ২-৩দিন বন্ধ থাকবে।

এই খবর ভাইরাল হতেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই টাকা তুলে রাখতে এটিএমে লাইন দিয়েছেন। তবে সরকারের তরফে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ ভুয়ো খবর। এটিএম বন্ধ রাখার কোনও নির্দেশ দেওয়া হয়নি। স্বাভাবিক পরিষেবাই চালু থাকবে।

কেন্দ্রের তরফে যুদ্ধ আবহে এই ধরনের ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকতেই অনুরোধ করা হয়েছে।  এই ধরনের খবরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। টাকা তোলার হিড়িক পড়ে যেতে পারে। ব্যাঙ্কে লম্বা লাইন পড়তে পারে। তাই এই ধরনের খবর ছড়ানোর আগে তথ্য যাচাই করা উচিত।