AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran-Israel Conflict: ইজরায়েলের অর্থনীতির মেরুদণ্ডে আঘাত ইরানের, মিসাইল হানায় ক্ষতিগ্রস্ত তেল আভিভের স্টক এক্সচেঞ্জ!

Israel Stock Exchange: গতকাল ইজরায়েলের স্টক এক্সচেঞ্জে হামলা করে ইরান। আর সেই হামলাতেই ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইজরায়েলের স্টক এক্সচেঞ্জ।

Iran-Israel Conflict: ইজরায়েলের অর্থনীতির মেরুদণ্ডে আঘাত ইরানের, মিসাইল হানায় ক্ষতিগ্রস্ত তেল আভিভের স্টক এক্সচেঞ্জ!
Image Credit: 200625_ISRAEL STOCK EXCHANGE
| Updated on: Jun 20, 2025 | 12:15 PM
Share

ইরান-ইজরায়েল সংঘাতের নতুন নতুন ছবি প্রকাশ্যে আসছে রোজ। আর এবার ইরানের সেনা প্রকাশ্যে নিয়ে এল ইজরায়েলের স্টক এক্সচেঞ্জে হামলার ভিডিয়ো। জানা গিয়েছে, গতকাল এই হামলা করে ইরান। আর সেই হামলাতেই ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইজরায়েলের স্টক এক্সচেঞ্জ।

আরও জানা গিয়েছে, ইজরায়েলের তেল আভিভ ডিস্ট্রিক্টের রামত গান শহরকে লক্ষ্য করে এই মিসাইল গুলো ছোঁড়া হয়েছিল। আর সেই মিসাইলের আঘাতেই গুঁড়িয়ে গিয়েছে একাধিক বিল্ডিং। ধ্বংস্তূপে পরিণত হয়েছে ইজরায়েলের স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ের একাংশ।

যদিও এই ঘটনার মধ্যেও লাফিয়ে বেড়েছে ইজরায়েলের স্টক এক্সচেঞ্জ। গতকাল, বৃহস্পতিবার ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলেছে তেল আভিভ স্টক এক্সচেঞ্জ। ২,৫৭৪.৮৯ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে সে দেশের স্টক এক্সচেঞ্জ।

এ ছাড়াও আরও দুই সূচক ব্লু চিপ তেল আভিভ ৩৫ ও তেল আভিভ ১২৫-ও ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলেছে। উল্লেখ্য, ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রায় ১৪ শতাংশ বেড়েছে সে দেশের স্টক মার্কেট।