Multibagger Stock: সোনা নয়, বরং গহনায় বিনিয়োগ করেই প্রায় ৩০০ শতাংশ লাভ হল বিনিয়োগকারীদের
Multibagger Stock: দালাল স্ট্রিটে মাল্টিব্যাগার খাজাঞ্চি জুয়েলার্স। চেন্নাইয়ের এই সংস্থা গত দুই বছরে কাঁপিয়েছে গোটা ভারতীয় শেয়ার বাজার। হয়ে উঠেছে বিনিয়োগকারীদের পছন্দের।

নয়াদিল্লি: দুই বছরে ৩০০ শতাংশ রিটার্ন। সোনা নয়, বরং গহনায় বিনিয়োগ করে আপাতত কোটিপতি হলেন বিনিয়োগকারীরা। কিন্তু গহনায় বিনিয়োগ, সে আবার কী? সরাসরি সোনায় বিনিয়োগ নয়, বরং গহনা প্রস্তুতকারী এক জুয়েলারি সংস্থার স্টক হয়ে উঠেছে বিনিয়োগকারীদের পছন্দের।
দালাল স্ট্রিটে মাল্টিব্যাগার খাজাঞ্চি জুয়েলার্স। চেন্নাইয়ের এই সংস্থা গত দুই বছরে কাঁপিয়েছে গোটা ভারতীয় শেয়ার বাজার। হয়ে উঠেছে বিনিয়োগকারীদের পছন্দের। বর্তমানে এই শেয়ারের দর চলছে ৫৬৭ টাকায়। গত এক সপ্তাহে খানিকটা দর পড়েছে এই সংস্থার। তবে এক সপ্তাহের রিপোর্ট কি আর সম্পূর্ণ অতীত বলতে পারে?
হিসাব বলছে, ২০২৩ সালের ২৮ জুলাই নিজেদের IPO বাজারে এনেছিল এই সংস্থা। সেই সময় বাজারে মোট ৬৯.১০ লক্ষ ইক্যুইটি শেয়ার বিনিয়োগকারীদের জন্য খোলা বাজারে ছেড়ে দিয়েছিল তারা। যা বিকিয়ে ছিল প্রতি শেয়ার ১৪০ টাকার দরে। আর সেই শেয়ারই আজ ছুটছে ৫৬৭ টাকায়। অর্থাৎ গত দুই বছরে IPO বাজারে আনার পর থেকে এই শেয়ার বেড়েছে ২৯২ শতাংশ। যা অন্যান্য মাল্টিব্যাগার শেয়ারগুলির মতোই লাভের জোয়ার তুলেছে বিনিয়োগকারীদের পকেটে।
দুই বছর আগে কেউ যদি এই সংস্থার হাজারটি শেয়ারও কিনে থাকত, যার তৎকালীন বাজারমূল্য ছিল ১ লক্ষ ৪০ হাজার টাকা। তা আজ পরিণত হত ৫ লক্ষ ৬২ হাজার ১০০ টাকায়।

