AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Under Water Metro: গঙ্গার নীচের মেট্রোয় স্টিলের যোগান, দালাল স্ট্রিটে ঝড় তুলছে এই সংস্থা

Under Water Metro: চলতি মাসের শুরুতে এই 'আন্ডারওয়াটার' মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'জিন্দল স্টেইনলেস' সংস্থা একটি বিবৃতিতে বলেছে যে ওই প্রকল্পের অধীনে কোচ এবং অন্যান্য পরিকাঠামোর জন্য ৭৫ টন উচ্চ মানের 'SS 301 LN' গ্রেডের স্টেইনলেস স্টিল দেওয়া করেছে।

Under Water Metro: গঙ্গার নীচের মেট্রোয় স্টিলের যোগান, দালাল স্ট্রিটে ঝড় তুলছে এই সংস্থা
গঙ্গার নীচ দিয়ে মেট্রো
| Updated on: Mar 20, 2024 | 10:45 AM
Share

নয়া দিল্লি: কলকাতায় চালু হয়েছে আন্ডার ওয়াটার মেট্রো। এরপর গত রবিবারই জিন্দলদের তরফে জানানো হয়েছে, ‘জিন্দল স্টেইনলেস লিমিটেড’ কলকাতা মেট্রোর জন্য স্টিলের জোগান দিয়েছে। ‘এসপ্ল্যানেড-হাওড়া ময়দান’ রুটের জন্য যে মেট্রো চালু হয়েছে সম্প্রতি, যে মেট্রো গঙ্গার তলা দিয়ে তৈরি হওয়া লাইনে চলছে, সেই মেট্রোর জন্যই স্টিলের জোগান দিয়েছে ওই সংস্থা। মোট ৭৫ টন উচ্চমানের ইস্পাত সরবরাহ করা হয়েছে। তারপর থেকেই আলোচনার শীর্ষে রয়েছে ‘জিন্দল স্টেইনলেস লিমিটেড’। কারণ এই সংস্থার শেয়ার গত শুক্রবার ৬৫৯ টাকা ৯৫ পয়সায় বন্ধ হয়েছে।

আলোচনার শীর্ষে রয়েছে ‘জিন্দল স্টেইনলেস লিমিটেড’। এই সংস্থার শেয়ার গত শুক্রবার ৬৫৯ টাকা ৯৫ পয়সায় বন্ধ হয়েছিল।

চলতি মাসের শুরুতে এই ‘আন্ডারওয়াটার’ মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘জিন্দল স্টেইনলেস’ সংস্থা একটি বিবৃতিতে বলেছে যে ওই প্রকল্পের অধীনে কোচ এবং অন্যান্য পরিকাঠামোর জন্য ৭৫ টন উচ্চ মানের ‘SS 301 LN’ গ্রেডের স্টেইনলেস স্টিল দেওয়া করেছে। এই ‘SS 301 N’ গ্রেডের স্টিলে সাধারণত মরচে পড়ে না, ফলে এই স্টিল ব্যবহার করা হলে নিয়মিত মেরামত এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে না।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই সংস্থার শেয়ার এক মাসে ৩ শতাংশ, তিন মাসে ২৫ শতাংশ এবং ৬ মাসে ৩৫ শতাংশ রিটার্ন দিয়েছে। এটি এক বছরে ১৩০ শতাংশ রিটার্ন দিয়েছে। বর্তমানে সংস্থার মার্কেট ক্যাপ ৫৪ হাজার ৮০৭ কোটি টাকা। মেট্রো প্রকল্প চালু হওয়ার পর শেয়ারের দর আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।