Jio BlackRock: Mukesh-এর মাস্টারস্ট্রোক! এবার ‘Aladdin’-এর আশ্চর্য প্রদীপ হাতে Ambani!
Jio BlackRock: জিও ব্ল্যাকরক ভারতের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য একটি নয়া বিনিয়োগের ধরণ নিয়ে আসতে পারে।

আমেরিকান সংস্থা ব্ল্যাকরকের সঙ্গে গাঁটছড়া বেঁধে আগেই অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা তৈরি করেছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। জিও ব্ল্যাকরক অ্যাসেট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডঃ একটি ৫০:৫০ জয়েন্ট ভেঞ্চার, যারা ভারতের ক্রমবর্ধমান মিউচুয়াল ফান্ড মার্কেটে ঢুকতে চাইছে।
অবশেষে জিও ব্ল্যাকরক তাদের নিজস্ব বিনিয়োগ ও পর্যালোচনা এবং ঝুঁকি বিশ্লেষণ করার প্ল্যাটফর্ম আলাদিন লঞ্চ করল। আলাদিন আসলে ব্ল্যাকরকের একটি প্ল্যাটফর্ম যা অবশেষে জিও ব্ল্যাকরকের হাত ধরে ভারতের বাজারে প্রবেশ করল।
সিকিওরিটিজ ও এক্সচেঞ্জ বোর্ড বা SEBI ২৬ মে ২০২৫ তারিখের একটি চিঠির মাধ্যমে ‘জিও ব্ল্যাকরক মিউচুয়াল ফান্ড’কে নথিভুক্তিকরণের শংসাপত্র (Certificate Of Registration) পাঠায়। আর এই মিউচুয়াল ফান্ডের জন্য জিও ব্ল্যাকরক অ্যাসেট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডকেও অনুমোদন দেয়।
জিও ব্ল্যাকরক ভারতের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য একটি নয়া বিনিয়োগের ধরণ নিয়ে আসতে পারে। ইতিমধ্যে সংস্থাটি তাদের ফান্ড হাউসের জন্য অ্যাসেট ম্যানেজমেন্ট টিম নিয়গ করে ফেলেছে। এ ছাড়াও তারা সংস্থা ওয়েবসাইটও লঞ্চ করেছে।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
