Pakistan Share Market: ভারতের জঙ্গি-দমনের ‘স্ট্রাইক-রেট’ দেখে হাহাকার পাকিস্তানের শেয়ার বাজারে! কতটা ক্ষতি হল জানেন?

Operation Sindoor: বুধবার সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হল। মধ্যরাতে সাধারণ নাগরিক ও সেনা ঘাঁটি এড়িয়ে সরাসরি জঙ্গিদের ডেরায় বোমা ফেলল ভারতীয় বায়ুসেনা। পাক অধ্যুষিত কাশ্মীরে পড়ল বোমা, ঘণ্টা খানেক পর হুড়মুড়িয়ে পড়ে গেল শেয়ার বাজার।

Pakistan Share Market: ভারতের জঙ্গি-দমনের স্ট্রাইক-রেট দেখে হাহাকার পাকিস্তানের শেয়ার বাজারে! কতটা ক্ষতি হল জানেন?
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

|

May 07, 2025 | 2:08 PM

ইসলামাবাদ: বুধবার শুধু কিন্তু পাক অধ্যুষিত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশেই প্রত্যাঘাত চালায়নি ভারত। ঘুরপথে আঘাত এনেছে শেয়ার বাজারেও বা বলা যেতে পারে, ভারতের ভয়ে এখন কাঁপছে পাকিস্তানের বিনিয়োগকারীরা।

কোনও সরাসরি হুঁশিয়ারি ছাড়াই বুধবার মধ্যরাতে পাকিস্তানে ঢুকে জঙ্গি খতম করেছে ভারতীয় বায়ুসেনা। পরিসংখ্যান বলছে, ভারতের প্রত্যাঘাতে খতম হয়েছে শতাধিক জঙ্গি। ধ্বংস হয়ে গিয়েছে পুলওয়ামা হামলার মূল চক্রী তথা জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের গোটা পরিবার। সেনার হামলায় যখন ফালাফালা হয়েছে জঙ্গিরা। ঘণ্টা খানেক পরে সেই হামলার প্রভাব ‘রক্ত-সিন্ধু’ বয়ে গিয়েছে করাচির শেয়ার বাজার হয়ে।

এদিন বাজার খুলতেই এক ধাক্কায় সাড়া ৬ হাজার পয়েন্ট পড়ে গিয়েছে করাচি-১০০ ইনডেক্স। সপ্তাহের তৃতীয় ট্রেডিং দিনে ৬ শতাংশ পড়ে করাচি ইনডেক্স এসে ঠেকেছে ১ লক্ষ ৭ হাজার ২৯৬ পয়েন্টে। গত দু’সপ্তাহ টালমাটাল ছিল তাদের পরিস্থিতি। কোনও ভাল যাচ্ছিল না পাকিস্তানের শেয়ার বাজার। মনের সব সময় ভয়, এই না আক্রমণ করে বসে ভারত। তখন কষ্টার্জিত টাকার কী হবে? তাই আগেভাগেই শেয়ার বাজার থেকে টাকা তুলে নিতে শুরু করেছিলেন পাকিস্তানি বিনিয়োগকারীরা।

বুধবার সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হল। মধ্যরাতে সাধারণ নাগরিক ও সেনা ঘাঁটি এড়িয়ে সরাসরি জঙ্গিদের ডেরায় বোমা ফেলল ভারতীয় বায়ুসেনা। আজ়াদ কাশ্মীরে পড়ল বোমা, ঘণ্টা খানেক পর হুড়মুড়িয়ে পড়ে গেল শেয়ার বাজার।

প্রসঙ্গত, গত বুধবার এই সময়কালের সর্বোচ্চ পতন হয়েছে শেয়ার বাজারে। সেদিন এক ধাক্কায় ৩ হাজার ৫০০ পয়েন্টের অধিক পড়ে যায় পাকিস্তান স্টক এক্সচেঞ্জ। মোট দেড় শতাংশ পড়ে ১ লক্ষ ১ হাজার ৭১৭ পয়েন্টে এসে ঠেকে পড়শি দেশের স্টক এক্সচেঞ্জ। বিশেষজ্ঞরা জানিয়েছিল, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ভারত প্রসঙ্গে করা আশঙ্কার জেরে এমন কাণ্ড ঘটেছে।