Karnataka: আর ৫০০ টাকা খরচ হবে না! এবার সিনেমার টিকিটের দরেও ‘সাম্যবাদ’
Karnataka: মার্চ মাসেই তিনি ঘোষণা করেছিলেন, রাজ্য়ের সমস্ত মাল্টিপ্লেক্স, সিনেমা হলে আঞ্চলিক সিনেমার ক্ষেত্রে ২০০ টাকার বেশি টিকিটের দাম ধার্য করা যাবে না।

নয়াদিল্লি: সিনেমার টিকিটে ‘সাম্যবাদ’। সম্ভব? হয়তো। আপাতত এই পথেই হাঁটছে কর্নাটক সরকার। মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাতে তিনি জানালেন, আঞ্চলিক ভাষার সিনেমার টিকিটের দর এবার ২০০ টাকাই থাকবে।
তবে এই নিয়ম সে রাজ্য নতুন নয়। এর আগেও কর্নাটক সিনেমা রেগুলেশন ধারার মধ্য়ে দিয়ে রাজ্যের প্রতিটি সিনেমা হলে এই একই টিকিটের দরের ধারা বজায় রেখেছিল তারা। কিন্তু মাঝে এই নিয়মকেই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল মাল্টিপ্লেক্স। সেই কারণে চলতি বছরের বাজেটে ফের একবার এই নীতির কথা স্মরণ করতে দেখা যায় সে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে। মার্চ মাসেই তিনি ঘোষণা করেছিলেন, রাজ্য়ের সমস্ত মাল্টিপ্লেক্স, সিনেমা হলে আঞ্চলিক সিনেমার ক্ষেত্রে ২০০ টাকার বেশি টিকিটের দাম ধার্য করা যাবে না।
অবশেষে গতকাল অর্থাৎ মঙ্গলবার সেই নিয়ে রাজ্যের শীর্ষ প্রশাসনিক দফতর থেকে জারি হল নির্দেশিকা। এদিন মিরাজ এন্টারটেইনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর ভুবনেশ মেনদিরাট্টা বলেন, ‘IMAX, 4DX-র মতো অভিজাত সিনেমা হলগুলির ক্ষেত্রে এই নিয়ম খাটে না। এই ধরনের মাল্টিপ্লেক্সগুলি অতিরিক্ত খরচ করে পরিষেবা প্রদান করছে, তাদের জন্য এমন দর মেপে দেওয়া কার্যত উদ্বেগজনক।’
চাপ পড়বে PVR-র ব্যবসাতেও। কারণ, গোটা রাজ্য়জুড়ে ২১৫টি সিনেমা হল রয়েছে তাদেরই। যা মোট সিনেমা কমপ্লেক্সের ১২.৩ শতাংশ।

