AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Atal Pension Yojana: মাত্র ৭ টাকা করে জমান, ৬০ বছরের পর জীবনটা কাটান ভরপুর আনন্দে

Pension Yojana: দেশের যে কোনও নাগরিক এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। তাই দেশের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের জন্য চালু রয়েছে এই যোজনা। এই যোজনার অধীনে, আপনি যদি প্রতিদিন মাত্র ৭ টাকা করে সঞ্চয় করেন তাহলে পেনশন নিশ্চিত।

Atal Pension Yojana: মাত্র ৭ টাকা করে জমান, ৬০ বছরের পর জীবনটা কাটান ভরপুর আনন্দে
প্রতীকী ছবিImage Credit: Pixabay
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 9:30 AM
Share

নয়া দিল্লি: বৃদ্ধ বয়সটা নিশ্চিন্তে কাটানোর জন্য পেনশন কতটা গুরুত্বপূর্ণ তা সবারই জানা। সরকারি চাকরিতে পেনশন পাওয়া গেলেও বেসরকারি চাকরি বা ব্যবসার ক্ষেত্রে সেই নিশ্চয়তা থাকে না। সে ক্ষেত্রে ব্যক্তিগত সঞ্চয়ের ওপরেই ভরসা করতে হয়। সে ক্ষেত্রে যথেষ্ট উপার্জন না থাকলে সমস্যা হতে পারে। কিন্তু এমন একটি স্কিম আছে, যাতে দিনে মাত্র ৭ টাকা করে জমালেই যথেষ্ট। পেনশন একেবারে নিশ্চিত। ৬০ বছর বয়সের পর মাসে মাসে মিলবে টাকা।

দেশের যে কোনও নাগরিক এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। তাই দেশের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের জন্য চালু রয়েছে অটল পেনশন যোজনা। এই যোজনার অধীনে, আপনি যদি প্রতিদিন মাত্র ৭ টাকা করে সঞ্চয় করেন তাহলে আপনি ৬০ বছর পরে ৫ হাজার টাকা করে মাসিক পেনশন নিশ্চিত করতে পারেন।

পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অনুসারে, আপনার বয়স যদি ১৮ বছর হয় এবং আপনি প্রতিদিন ৭ টাকা সঞ্চয় করেন, তাহলে মাসের শেষে আপনার কাছে ২১০ টাকা থাকবে। আপনি যদি ৪২ বছরের জন্য প্রতি মাসে ২১০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে আপনি ৫০০০ টাকা মাসিক পেনশন পেতে পারেন।

আপনার বয়স যদি ২৫ বছর হয়, তাহলে প্রতি মাসে ৫০০০ টাকা পেনশন পেতে, আপনাকে ৩৫ বছরের জন্য প্রতি মাসে ৩৭৬ টাকা বিনিয়োগ করতে হবে। আপনার বয়স যদি ৩০ বছর হয়, তাহলে প্রতি মাসে ৫০০০ টাকা পেনশন পেতে, আপনাকে ৩০ বছরের জন্য প্রতি মাসে ৫৭৭ টাকা বিনিয়োগ করতে হবে।

আপনার বয়স যদি ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হয়, তবে আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। আপনার ৬০ বছর বয়স হওয়া পর্যন্ত বিনিয়োগ করতে হবে। গ্রাহক মারা গেলে তার স্ত্রীকে পেনশন দেওয়া হয়। দুজনের মৃত্যু হলে পেনশনের টাকা নমিনিকে দেওয়া হয়।