Sukanya Samriddhi Yojana : কীভাবে সুকন্যা সমৃদ্ধি যোজনায় জমা করা টাকা তোলা যায়, বিস্তারিত জেনে নিন
Sukanya Samriddhi Yojana : মেয়ের বিয়ে বা তার উচ্চশিক্ষার জন্য টাকা জমাতে চান তাহলে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে বিনিয়োগ খুব লাভজনক হতে পারে। এইখানে বিনিয়োগ করে করছাড়ও পাওয়া যায়।
কেন্দ্রের তরফে স্বল্প বিনিয়োগে সঞ্চয় প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। কেন্দ্রের এই প্রকল্পগুলিতে বিনিয়োগ করে ভবিষ্যতের জন্য বেশ বড় সঞ্চয় করতে পারেন বিনিয়োগকারীরা। মেয়ের বিয়ে বা তার উচ্চশিক্ষার জন্য টাকা জমাতে চান তাহলে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে বিনিয়োগ খুব লাভজনক হতে পারে।
এই প্রকল্পের বিশেষ বৈশিষ্ট্য হল এতে টাকা রাখলে অপেক্ষাকৃত বেশি সুদ পাওয়া যায়। এর পাশাপাশি কর ছাড়ের সুবিধাও রয়েছে এই স্কিমে। আর মাত্র ১৫ বছরের জন্য এই স্কিমে টাকা রাখতে হয়। এই যোজনায় সরকার বছরে ৭.৬ শতাংশ হারে সুদ দিচ্ছে। এক অর্থবর্ষে এই প্রকল্পে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা জমা করা যেতে পারে। আর এই অ্যাকাউন্টে ন্যূনতম ২৫০ টাকা জমা করতে হয়। কোনও অর্থবর্ষে টাকা জমা করা না হলে ৫০ টাকা জরিমানা করা হয়। কোনও কন্যা সন্তানের বয়স ১০ বছরের কম হলে তার নামে SSY অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
কখন তুলতে পারবেন টাকা?
কন্যা সন্তানের ২১ বছর বয়সে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে। তবে মেয়ের ১৮ বছর বয়স হলেই এই টাকা তোলা যাবে। ১৮ বছর পরেও এই স্কিম থেকে মোট পরিমাণের ৫০ শতাংশ টাকা তোলা যায়। মেয়ের ২১ বছর বয়স হলেই তোলা যাবে পুরো টাকা। একেবারে বা কিস্তিতে টাকা নেওয়া যেতে পারে। এই স্কিমের অধীনে মেয়াদপূর্তির আগেই টাকা তুলে নিতে পারবেন। তবে এক্ষেত্রে একটা ছোট্ট শর্ত হল, ১৫ বছরের জন্য টাকা জমা দিতে হবে। টাকা তুলতে গেলে অনুগ্রহ ফর্মের পাশাপাশি মেয়ের আইডি দিতে হবে।