AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swasthya Sathi Card Online : দীর্ঘ লাইনে না দাঁড়িয়েই এক ক্লিকে পান স্বাস্থ্যসাথী কার্ড, জানুন কীভাবে

Swasthya Sathi Card Online : রাজ্যের বাসিন্দাদের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করা যাবে অনলাইনেই।

Swasthya Sathi Card Online : দীর্ঘ লাইনে না দাঁড়িয়েই এক ক্লিকে পান স্বাস্থ্যসাথী কার্ড, জানুন কীভাবে
অনলাইনে করা যাবে স্বাস্থ্যসাথীর আবেদন
| Edited By: | Updated on: Sep 18, 2022 | 9:20 AM
Share

পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য বর্তমান সরকার একটি অভূতপূর্ব প্রকল্প নিয়ে এসেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাতে শুরু হওয়া মানবিক প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের সকল জনগণ ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন। এই প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেশ কিছু কিছু বেসরকারি হাসপাতালের নাম তালিকভুক্ত রয়েছে। এর ফলে সরকারি হাসপাতালের পাশাপাশি কেউ বিনামূল্যে সেইসব বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারেন।

তবে এই সমস্ত সুবিধা ভোগ করার জন্য সবার আগে স্বাস্থ্যসাথী কার্ডটি হাতে থাকা প্রয়োজন। স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে রাজ্যের কোনও বাসিন্দাই এই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুবিধা ভোগ করতে পারবেন না। প্রথমে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে ছিল না। দুয়ারে সরকার ক্যাম্পে লাইনে দাঁড়িয়েই করতে হত কার্ডের আবেদন। তারপর দিন নির্ধারিত হলে ছবি তুলতেও যেতে হত আলাদা দিন। তবে এখন আর লাইনে দাঁড়িয়ে বিভ্রান্ত হতে হবে না সাধারণ মানুষকে। স্বাস্থ্যসাথীর অফিসিয়াল পোর্টালেই গিয়ে করা যাবে কার্ডের আবেদন।

স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে করবেন আবদেন?

  • প্রথমে স্বাস্থ্যসাথী প্রকল্পের অফিসিয়াল পোর্টাল swasthyasathi.gov.in এ যান।
  • হোমপেজে তারপর ‘Apply Online’ (অনলাইনে আবেদন) এ ক্লিক করুন।
  • তারপর স্ক্রিনে একটি ড্রপডাউন বক্স দেখা যাবে। সেখানে বেশ কয়েকটি অপশন দেখা যাবে। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য তার মধ্য়ে থেকে ‘Online Application for Swasthya Sathi Card’ এ ক্লিক করুন।
  • তারপর একটি অন্য পেজ খুলবে। সেখানে নিজের ফোন নম্বর দিন।
  • তারপর ফোনে একটি ওটিপি যাবে। ওটিপি লিখে ‘Submit’ (সাবমিট) বোতামে ক্লিক করুন।
  • স্বাস্থ্যসাথী আবেদনপত্র স্ক্রিনে দেখা যাবে।
  • সেখানে যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিন। তারপর সাবমিটে ক্লিক করুন। স্বাস্থ্যসাথীর জন্য আপনার আবেদনপত্র সম্পূর্ণ হল এইভাবে।