Gold Price Today: গতকালের পর আজও! বাজেট পেরতেই ‘মাথা নোয়ালো’ সোনার দর
Gold Price Today: গতকালের পর আজও পড়ল সোনার দর। 'সুখপাখির' খোঁজ পেল মধ্যবিত্ত। কিন্তু কতটা দাম কমেছে সোনার?

কলকাতা: গত অর্থবর্ষের বাজেটে সোনা-রুপোর দাম কমাতে শুল্কে ৬ শতাংশ ছাড় দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু চলতি বছর? না, সোনা নিয়ে বিশেষ কোনও ছাড় পায়নি মধ্যবিত্ত। তবে ছাড় না মিললেও বাজেটের পর থেকেই সোনার দরে লক্ষ্য করা গিয়েছে ‘পারদপতন’।
গতকালের পর আজও পড়ল সোনার দর। ‘সুখপাখির’ খোঁজ পেল সাধারণ মধ্যবিত্ত। কিন্তু কতটা দাম কমেছে সোনার? একনজরে জেনে নিন, আজ কত দাম রয়েছে সোনার –
২২ ক্যারেট সোনার দাম –
আজ ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৭ হাজার ৭০৪ টাকায়। ১০ গ্রাম সোনার দর রয়েছে ৭৭ হাজার ৪০ টাকায়। ১০০ টাকা দর পড়ে ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ৭ লক্ষ ৭০ হাজার ৪০০ টাকায়।
২৪ ক্যারেট সোনার দর –
১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৮ হাজার ৪০৪ টাকায়। ১০ গ্রাম সোনার দর রয়েছে ৮৪ হাজার ৪০ টাকায়। ১০০ টাকা দর পড়ে ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ৮ লক্ষ ৪০ হাজার ৪০০ টাকায়।
১৮ ক্যারেট সোনার দাম –
১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম রয়েছে ৬ হাজার ৩০৩ টাকায়। ১০ গ্রাম সোনার দর রয়েছে ৬৩ হাজার ৩০ টাকায়। ১০০ টাকা দর পড়ে ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ৬ লক্ষ ৩০ হাজার ৩০০ টাকায়।
রুপোর দাম –
বছরের শুরু থেকেই সোনার দোসর হয়ে দাম বেড়েছিল রুপোর। তাই চড়াই-উতরাইয়েও ভাঙেনি ‘বন্ধুত্ব’। সোনার মতোই ১০০ টাকা দর পড়ে ১ কেজি রুপোর দাম হয়েছে ৯৯ হাজার ৪০০ টাকা।

