
নয়া দিল্লি: হঠাৎ করেই কোথাও যাওয়ার প্ল্যান হয়েছে, ট্রেনের টিকিট কাটতে হবে। তখন ভরসা তৎকাল টিকিটই। ভারতীয় রেলওয়ে এমন সফরের জন্যই এনেছে তৎকাল টিকিট। ভ্রমণের একদিন আগে এই টিকিট কাটা যায়। তবে তৎকাল টিকিট কাটারও অনেক নিয়ম আছে, যা যাত্রীরা অনেকেই জানেন না।
প্রথমেই জানা দরকার, আগে থেকে তৎকাল টিকিট পাওয়া যায় না। ভ্রমণ বা যাত্রার একদিন আগেই তৎকাল টিকিট কাটা যায়। সাধারণ টিকিটের তুলনায় সামান্য বেশি দাম হয় তৎকাল টিকিটের।
যাত্রার আগেরদিন তৎকাল বুকিং করা যায়। এসি ক্লাসের জন্য আগেরদিন সকাল ১০টা থেকে বুকিং শুরু হয়।
নন-এসি ক্লাসের জন্য সকাল ১১টা থেকে তৎকালের টিকিট কাটা যায়।
অনলাইনে আইআরসিটিসি (IRCTC)-র অফিসিয়াল ওয়েবসাইট বা অ্য়াপ থেকে তৎকালের টিকিট কাটা যায়।
এছাড়া অফলাইনে রেলের রিজার্ভেশন কাউন্টার থেকেও তৎকাল টিকিট কাটা যায়। তবে অনলাইনের তুলনায় কম টিকিট পাওয়া যায় অফলাইন কাউন্টারে।
ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী, এক ব্যক্তি সর্বাধিক চারজনের টিকিট কাটতে পারেন। টিকিটের কালোবাজারি রুখতেই এই নিয়ম আনা হয়েছিল।