কলকাতা: ৩১ মার্চ ছিল প্যান ও আধার কার্ডের লিঙ্ক করার শেষ দিন। ৩১ মার্চের মধ্যে প্যান ও আধার কার্ড লিঙ্ক না করলে বড় অঙ্কের জরিমানা ও প্যান কার্ড অকেজ হয়ে যাওয়ারও সম্ভাবনা ছিল না। তবে আপাতত সাধারণ মানুষকে আরও কিছুটা সময় দিল আয়কর বিভাগ। প্যান ও আধার কার্ড লিঙ্কের সময়সীমা বর্ধিত হল। করোনা আবহে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্কের শেষ দিন হল ৩০ জুন।
যে কেউ নিজেই প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণ করতে পারেন। তার জন্য https://www.incometaxindiaefiling.gov.in/ লিঙ্কে গিয়ে নিজের প্যান ও আধার কার্ডের নম্বর দিয়ে কয়েক মিনিটেই কাজটি করে নিতে পারেন। এসএমএসের মাধ্যমেও এই প্রক্রিয়া সম্ভব। আপনাকে ৫৬৭৬৭৮ কিংবা ৫৬১৬১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএসে লিখতে হবে UIDPAN<স্পেস>১২ সংখ্যার আধার নম্বর<স্পেস>১০ সংখ্যার প্যান নম্বর। যদি আপনার আধার নম্বর ১১১১২২২২৩৩৩৩ ও আপনার প্যান নম্বর AAAPA৯৯৯৯Q হয় তাহলে আপনাকে এসএমএসে লিখতে হবে UIDPAN ১১১১২২২২৩৩৩৩ AAAPA৯৯৯৯Q। তবে এই প্রক্রিয়ায় আধার ও প্যান তখনই সংযুক্ত হবে যদি আপনার নাম ও জন্ম তারিখ দুটি নথিতেই একই থাকে। যদি দুটি নথিতে নাম ও জন্ম তারিখ আলাদা হয় তাহলে এই প্রক্রিয়ায় আধার ও প্যান সংযোগ সম্ভব নয়।
আপনি যদি ইতিমধ্যেই প্যান ও আধার সংযুক্তিকরণ করে থাকেন, তাহলে তাহলে এখনই https://www1.incometaxindiaefiling.gov.in/eFilingGS/Services/LinkAadhaarHome.html?lang=eng এই লিঙ্কে গিয়ে নিজের বিস্তারিত তথ্য দিয়ে দেখে নিতে পারেন।
আরও পড়ুন: এখনই শুরু হচ্ছে না টাকা কাটায় টু ফ্যাক্টর অথেন্টিকেশন, বাড়তি সময় দিল আরবিআই