AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ambani Pre-Wedding Gifts: অম্বানীর প্রি-ওয়েডিংয়ের খরচের বহর তো দেখেছেন, অতিথিদের রিটার্ন গিফ্টও ঘুরিয়ে দেবে মাথা

Return Gifts: কাউকেই ফাঁকা হাতে ফেরাননি অম্বানী পরিবার। যারাই জামনগরে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠানে এসেছিলেন, তাদের সকলকে চমৎকার উপহার দিয়েছেন অম্বানী পরিবার। কী কী উপহার?

Ambani Pre-Wedding Gifts: অম্বানীর প্রি-ওয়েডিংয়ের খরচের বহর তো দেখেছেন, অতিথিদের রিটার্ন গিফ্টও ঘুরিয়ে দেবে মাথা
অম্বানী পরিবার।Image Credit: Twitter
| Updated on: Mar 23, 2024 | 4:25 PM
Share

নয়া দিল্লি: দেখতে দেখতে প্রায় শেষ হতে চলল মার্চ মাস। গোটা মাস জুড়েই নানা ঘটনা ঘটেছে। তবে যে ঘটনা সবথেকে বেশি নজর কেড়েছে সাধারণ মানুষের, তা হল অম্বানী বাড়ির বিয়ের অনুষ্ঠান। মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানী সাত পাকে বাঁধা পড়ছেন রাধিকা মার্চেন্টের সঙ্গে। প্রাক বিবাহের আসর বসেছিল গুজরাটের জামনগরে। এই বিয়েতে মুকেশ অম্বানী খরচ করেছেন ১০০০ কোটি টাকা। মে-জুন মাসে হতে চলেছে বিবাহ। সেখানে খরচ যে আরও বেশি হবে, তা আন্দাজ করা যাচ্ছে এখন থেকেই। তবে শুধু অতিথিরা উপহারই দেননি,  প্রাক বিবাহের অনুষ্ঠানে অতিথিরাও উপহার পেয়েছেন। কী সেই উপহার জানেন? দেখলে মাথা ঘুরে যাবে।

রিপোর্ট অনুযায়ী, কাউকেই ফাঁকা হাতে ফেরাননি অম্বানী পরিবার। যারাই জামনগরে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠানে এসেছিলেন, তাদের সকলকে চমৎকার উপহার দিয়েছেন অম্বানী পরিবার। কী কী উপহার? বিদেশি ব্রান্ড লুই ভিটনের ব্যাগ থেকে শুরু করে সোনার চেইন, ডিজাইনার জুতো, এমনকী বিদেশি ব্রান্ডের রাতের পোশাক বা নাইটওয়্যারও উপহার দেওয়া হয়েছে। এছাড়া মিষ্টি ও হরেক রকমের খাবার তো রয়েইছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবিও দেখা গিয়েছে।

কাস্টম ডিজাইন করা হ্যান্ডব্যাগ-

প্রাক-বিবাহের অনুষ্ঠানে অম্বানী পরিবার সকল আমন্ত্রিতদের ভান্তারা পশু পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে সমস্ত অতিথিদের বোম্বে আর্টিসান কোম্পানির তৈরি কাস্টম-ডিজাইন করা হ্যান্ডব্যাগ দেওয়া হয়েছিল। এই ব্যাগগুলি বিশেষ চামড়া দিয়ে তৈরি, যার জন্য কোনও পশু অত্যাচারের শিকার হয়নি। এগুলি সোনার বাকল এবং চেইন দিয়ে সজ্জিত ছিল। সিংহ, বাঘ, চিতাবাঘ, হাতি এবং হরিণের মতো প্রাণীর মোটিফগুলি এই ব্যাগের উপর হাতে আঁকা হয়েছিল। এছাড়াও উপহারের মধ্যে ছিল মহাবালেশ্বরের সানরাইজ ক্যান্ডেলসের দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের তৈরি মোমবাতি।