দিনে ৮৭ টাকা বিনিয়োগ করে একলপ্তে পান ১১ লক্ষ টাকা, আকর্ষণীয় স্কিম LIC-র
এই প্ল্যানে মহিলাদের অন্যান্য স্কিমের মতোই একটি নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করতে হবে। সেই সময় পর ম্যাচিউরিটির সময় সম্পূর্ণ টাকা ফেরত পাবে। এই সময়কালের মধ্যে বিমাকারী মহিলার মৃত্য হলে তাঁর পরিবার সমস্ত টাকা ফেরত পাবেন। দৈনিক ৮৭ টাকা বিনিয়োগ করেই ১১ লক্ষ টাকা পাওয়া যেতে পারে এলআইসি-র এই স্কিমে।

নয়াদিল্লি: লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া বা এলআইসি হল দেশের বৃহত্তর বিমা পরিষেবা প্রদানকারী সংস্থা। এই সংস্থা বিভিন্ন বিমার স্কিম দিয়ে থাকে। নিজেদের সুবিধা মতো সেই সব স্কিমে বিনিয়োগ করে সাধারণ মানুষ। ঝুঁকিহীন বিনিয়োগের জন্য প্রথম পছন্দের তালিকায় থাকে এলআইসি। সম্প্রতি মহিলাদের জন্য একটি স্কিম এনেছে এলআইসি। তবে এই স্কিম কেবলমাত্র মহিলাদের জন্যই আনা হয়েছে। নাম এলআইসি আধার শিলা প্ল্যান।
এই প্ল্যানে মহিলাদের অন্যান্য স্কিমের মতোই একটি নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করতে হবে। সেই সময় পর ম্যাচিউরিটির সময় সম্পূর্ণ টাকা ফেরত পাবে। এই সময়কালের মধ্যে বিমাকারী মহিলার মৃত্য হলে তাঁর পরিবার সমস্ত টাকা ফেরত পাবেন। দৈনিক ৮৭ টাকা বিনিয়োগ করেই ১১ লক্ষ টাকা পাওয়া যেতে পারে এলআইসি-র এই স্কিমে।
ধরুন ৫৫ বছরের কোনও মহিলা এলআইসি-র আধার শিলা প্ল্যানে বিনিয়োগ করলেন। রোজ যদি তিনি ৮৭ টাকা দেন তাহলে এক বছর শেষে তাঁকে দিতে হল ৩১ হাজার ৭৫৫ টাকা। ১০ বছর এই অঙ্কের টাকা জমা দিতে হবে। তাহলে ১০ বছরে তাঁকে মোট জমা দিতে হবে ৩ লক্ষ ১৭ হাজার ৫৫০ টাকা। ন্যূনতম ১০ এবং সর্বোচ্চ ২০ বছরের জন্য এই বিনিয়োগ করা যাবে। ১০ বছরের জন্য কোনও মহিলা ওই পরিমাণ বিনিয়োগ করলে ১৫ বছর পর তিনি ১১ লক্ষ টাকা পাবেন। এই সময়কালের মধ্যে টাকার দরকার হলে এই বিমা থেকে ঋণ নেওয়ার সুযোগও রয়েছে।
