LIC Policy: মহিলাদের জন্য LIC-র বিশেষ প্রকল্প, বিনিয়োগ করলে ২৫ লাখ টাকা অবধি মিলবে রিটার্ন
Investment Scheme: এলআইসির প্রকল্প হল এলআইসির জীবন ভারতী-১। এই প্রকল্পে একদিকে যেমন আর্থিক সুবিধা পাওয়া যায়, তেমনই আবার অ্যাক্সিডেন্টাল বেনিফিট, ক্রিটিকাল ইলনেস বেনিফিট, কনজেনিটাল ডিসাবিলিটি বেনিফিটের মতো সুবিধা পাওয়া যাবে।
নয়া দিল্লি: ভবিষ্যৎ সুরক্ষিত করতে আর্থিক সঞ্চয় অত্যন্ত প্রয়োজনীয়। তবে অনেকেই বুঝতে পারেন না কোথায় টাকা রাখবেন। এক্ষেত্রে চোখ বন্ধ করে ভরসা করা যায় এলআইসির উপরে। ছোট থেকে বড়, গরিব থেকে ধনী-সমাজের প্রতিটি স্তরের জন্য এলআইসি নানা প্রকল্প এনেছে। মহিলাদের জন্যও একাধিক প্রকল্প রয়েছে এলআইসির। এমনই একটি প্রকল্প হল এলআইসির জীবন ভারতী-১। এই প্রকল্পে একদিকে যেমন আর্থিক সুবিধা পাওয়া যায়, তেমনই আবার অ্যাক্সিডেন্টাল বেনিফিট, ক্রিটিকাল ইলনেস বেনিফিট, কনজেনিটাল ডিসাবিলিটি বেনিফিটের মতো সুবিধা পাওয়া যাবে।
এলআইসি জীবন ভারতী-১:
এই পলিসিতে বিনিয়োগ করলে ম্যাচুয়িটির পর মোটা অঙ্কের রিটার্ন পাওয়া যাবে। প্রয়োজন পড়লে বিমার মেয়াদ শেষ হওয়ার আগেও আপনি টাকা তুলে নিতে পারেন।
এই বিনিয়োগ প্রকল্পে আপনি বার্ষিক প্রিমিয়াম দিতে পারবেন। বিমাকারী চাইলে পরের বছরের কিস্তিও আগেই দিয়ে দিতে পারেন। সর্বাধিক তিন বছরের কিস্তি একসঙ্গে দেওয়া যাবে। যদি কেউ আগেই বিমার কিস্তি বা প্রিমিয়াম দিয়ে দেন, তবে প্রিমিয়ামে রিবেট বা ছাড়ও পাবেন।
বিমার শর্ত-
এই প্রকল্পে বিমা করানোর ন্যূনতম বয়স ১৮ বছর। সর্বাধিক ৫৫ বছর বয়স অবধি এই বিমা প্রকল্পে বিনিয়োগ করা যেতে পারে। এই প্রকল্পে ম্যাচুরিটির বয়স ৭০ বছর।
মেয়াদ-
এই প্রকল্পের দুটি মেয়াদ রয়েছে, ১৫ বছর ও ২০ বছর।
এই প্রকল্পে বিনিয়োগ করলে, ন্যূনতম ৫০ হাজার টাকা রিটার্ন পাওয়া যাবে। সর্বাধিক ২৫ লক্ষ টাকা অবধি রিটার্ন পাওয়া যেতে পারে এই বিনিয়োগ প্রকল্পে টাকা রাখলে।