Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Banking Tips: এই সব কারণে চুপিসারে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় ব্যাঙ্ক

Banking Tips: কিছু সাধারণ কাজের ক্ষেত্রেও সেই সব চার্জ নিয়ে থাকে ব্যাঙ্ক। তার মধ্যে যেমন আছে এটিএম থেকে টাকা তোলা তেমন আছে টাকা ট্রান্সফারের মতো বিষয়। জানেন ব্যাঙ্কের রোজের কাজের জন্য আপনার থেকে কত টাকা কেটে নেয় আপনার ব্যাঙ্ক?

Banking Tips: এই সব কারণে চুপিসারে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় ব্যাঙ্ক
Follow Us:
| Updated on: Mar 29, 2025 | 7:17 PM

ভারতের ব্যাঙ্কগুলি তার গ্রাহকদের একাধিক পরিষেবা প্রদান করে। তবে, অনেকক্ষেত্রে সেই সব পরিষেবা প্রদানের ক্ষেত্রে অনেক চার্জ নিয়ে থাকে। তবে সেই সব বিষয়ে অনেকেই অবগত থাকে না। ফলে না জেনেই বেশ কিছু টাকা হারিয়ে ফেলেন আপনি। এমনকি কিছু সাধারণ কাজের ক্ষেত্রেও সেই সব চার্জ নিয়ে থাকে ব্যাঙ্ক। তার মধ্যে যেমন আছে এটিএম থেকে টাকা তোলা তেমন আছে টাকা ট্রান্সফারের মতো বিষয়। জানেন ব্যাঙ্কের রোজের কাজের জন্য আপনার থেকে কত টাকা কেটে নেয় আপনার ব্যাঙ্ক?

ন্যূনতম ব্যালেন্স চার্জ – বেশিরভাগ সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের ন্যূনতম ব্যালেন্স রাখার কথা বলা হয়। সীমার নিচে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে জরিমানা দিতে হয় যা সাধারণত ব্যাঙ্ক এবং অ্যাকাউন্টের শ্রেণীবিভাগের উপর নির্ভর করে ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত পরিবর্তিত হতে পারে।

এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে – ব্যাঙ্ক সাধারণত ব্যাঙ্কের এটিএম নেটওয়ার্কের বাইরে অন্য কোনও এটিএম থেকে টাঁকা তুললে তার জন্য ২০-৫০ টাকা পর্যন্ত চার্জ করে থাকে। এই অতিরিক্ত চার্জ দিতে না চাইলে চেষ্টা করুন যে ব্যাঙ্কের কার্ড, সেই ব্যাঙ্ক থেকে টাকা তোলার।

চেক বাউন্স ফি ও চেক বই ইস্যু – চেক বাউন্সের জন্য ব্যাঙ্কগুলি জরিমানা আরোপ করে। জরিমানা ২৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত হতে পারে। বিনামূল্যের সীমা শেষ হওয়ার পরে চেক বই ইস্যু করার জন্য এই ফি নেওয়া হয়। ২৫ পাতার চেক বইয়ের জন্য প্রদেয় ফি প্রায় ১০০ টাকা মতো।

ঋণ প্রক্রিয়াকরণ ফি – আপনি যদি কোনও বিষয়ে ব্যাঙ্ক থেকে কোনও ঋণ নেন তাহলে সেই ঋণ প্রক্রিয়াকরণের জন্য উপরের নির্দিষ্ট ব্যান্ডের মধ্যে ০.৫ থেকে ২ শতাংশ পর্যন্ত চার্জ নিয়ে থাকে।

অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের জন্য ফি – কিছু অ্যাকাউন্ট, বিশেষ করে চলতি অ্যাকাউন্ট, নির্দিষ্ট শর্ত পূরণ না হলে মাসিক রক্ষণাবেক্ষণ ফি নিতে পারে। এই বার্ষিক ফি ৫০০ টাকা থেকে ১,৫০০ টাকা পর্যন্ত হতে পারে।

ওভারড্রাফ্ট চার্জ – যেসব অ্যাকাউন্টে ওভারড্রাফ্ট (ঋণাত্মক ব্যালেন্স) থাকে, ব্যাংকগুলি তাদের জন্য বেশ উচ্চ ফি আরোপ করে। এই ফি সাধারণত প্রতিটি ইভেন্টের জন্য নেওয়া হয় এবং প্রতিবার প্রায় ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত হতে পারে।

অতিরিক্ত পরিষেবা চার্জ – ব্যাঙ্কগুলি প্রায়শই অতিরিক্ত পরিষেবার জন্য চার্জ করে যেমন ব্যালেন্স নিশ্চিতকরণ প্রদান (প্রায় ৫০-১০০ টাকা খরচ), স্টপ পেমেন্ট নির্দেশাবলী কার্যকর করা (প্রায় ১২০ টাকা), এবং পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে লেনদেন সম্পাদন করা (প্রায় ২৫০ টাকা খরচ)।

IMPS চার্জ – IMPS (ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস) ভারতে ফান্ড ট্রান্সফারের একটি সুবিধাজনক এবং দ্রুত উপায়। তবে IMPS লেনদেনের জন্য চার্জ বিভিন্ন ব্যাঙ্কে পরিবর্তিত হয়। লেনদেনের পরিমাণের উপর ভিত্তি করে প্রতিটি ব্যাঙ্কের নিজস্ব ফি কাঠামো রয়েছে, কিছু ব্যাঙ্ক কম পরিমাণে বিনামূল্যে স্থানান্তর প্রদান করে, অন্যরা নামমাত্র চার্জ আরোপ করে। প্রযোজ্য চার্জগুলি বোঝার জন্য গ্রাহকদের তাদের ব্যাঙ্কের নীতিগুলি পরীক্ষা করা গুরুত্বপূর্ণ।