LPG Price: একধাক্কায় ৪১ টাকা কমল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত দাম জেনে নিন
LPG Price: বিশ্ববাজারে জ্বালানীর দামের উপর ভিত্তি করে দাম পরিবর্তন করা হয় প্রতি মাসে। বিভিন্ন রাজ্য়ে দাম হয় ভিন্ন ভিন্ন। স্থানীয় ট্যাক্স ও ট্রান্সপোর্ট খরচের উপর নির্ভর করে সেই দাম।

নয়া দিল্লি: দাম কমল রান্নার গ্যাসের। প্রতিমাসের মতো ১ এপ্রিল থেকে ফের পরিবর্তন হল গ্যাসের দামের। ১৯ কিলোগ্রামের গ্য়াসের দাম সিলিন্ডার প্রতি ৪১ টাকা কমল। মঙ্গলবার থেকে বাণিজ্য়িক গ্যাসের সিলিন্ডারের দাম হল ১৭৬২ টাকা।
তবে বাড়িতে রান্নার গ্যাস অর্থাৎ ১৪ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রইল। তবে ১ এপ্রিল থেকে রান্নার গ্যাসের দাম কমায় স্বস্তি পেয়েছেন ব্যবসায়ীরা। বিশেষত যারা হোটেল, রেস্তোরাঁ চালায় তাদের জন্য রীতিমতো সুখবর।
এর আগে ১ ফেব্রুয়ারিও গ্যাসের দাম কমেছিল। ৭ টাকা করে কমেছিল সিলিন্ডার প্রতি। তার আগে গত বছরের ডিসেম্বরে ৬২ টাকা করে দাম বেড়েছিল ১৯ কেজির সিলিন্ডারের।
বিশ্ববাজারে জ্বালানীর দামের উপর ভিত্তি করে দাম পরিবর্তন করা হয় প্রতি মাসে। বিভিন্ন রাজ্য়ে দাম হয় ভিন্ন ভিন্ন। স্থানীয় ট্যাক্স ও ট্রান্সপোর্ট খরচের উপর নির্ভর করে সেই দাম।
দিল্লিতে সিলিন্ডারের দাম ১৮০৩ টাকা থেকে কমে হল ১৭৬২ টাকা।
মুম্বইতে ১৭৫৫ টাকা থেকে কমে হল ১৭১৪ টাকা।
চেন্নাইতে ১৯৬৫ টাকা থেকে কমে হল ১৯২৪ টাকা।
কলকাতায় ১৯১৩ টাকা থেকে কমে হল ১৮৭২ টাকা।
Oil marketing companies have revised the prices of commercial LPG gas cylinders.
The rate of a 19 kg commercial LPG gas cylinder has been reduced by Rs 41, effective today. In Delhi, the retail sale price of a 19 kg commercial LPG cylinder is Rs 1762 from today.
— ANI (@ANI) April 1, 2025





