LPG Price Cut: মাসের শুরুতেই হেঁশেলে স্বস্তি, দাম কমল LPG সিলিন্ডারের, এর থেকে ভাল খবর আর কী হতে পারে?
LPG Price Update: কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৭ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা: প্যাচপ্যাচে গরমেও সামান্য স্বস্তি। দাম কমল রান্নার গ্যাসের। ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম একধাক্কায় ১৭ টাকা কমল। আজ, ১ মে থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে।
প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোলিয়ামের দামের সঙ্গে তুল্যমূল্য বিচার করে এবং সেই অনুযায়ী এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। এ দিন পর্যালোচনার পরই এলপিজি সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৭ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৮৬৮ টাকা। তা কমিয়ে ১৮৫১ টাকা ৫০ পয়সা করা হল। তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি।
প্রসঙ্গত, গৃহস্থের বাড়িতে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার মূলত হোটেল, রেস্তোরাঁতেই ব্যবহৃত হয়।

