LPG Price: নতুন বছরেই বড় আপডেট, কমল গ্যাসের দাম
LPG Price: বাণিজ্যিক গ্যাসের দাম কমল কিছুটা। সিলিন্ডার প্রতি ১৬ টাকা করে দাম কমেছে। অন্যদিকে, ১৪.২ কেজির গ্যাস, যা সাধারণ মানুষ রান্নার কাজে ব্যবহার করেন, তার দাম কত হল?
নয়া দিল্লি: আজ বছরের প্রথম দিন। প্রতি মাসের এক তারিখের মতো, এদিনও বদল হল গ্যাসের দাম। প্রতিদিন রান্নাঘরে গ্যাসের প্রয়োজন হয়। তাই সিলিন্ডারের দাম কমল না বাড়ল, তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ২০২৫-এর শুরুতেই মিলল সুখবর। কিছুটা স্বস্তি ফিরল নতুন দামে।
বাণিজ্যিক গ্যাসের দাম কমল কিছুটা। সিলিন্ডার প্রতি ১৬ টাকা করে দাম কমেছে। অন্যদিকে, ১৪.২ কেজির গ্যাস, যা সাধারণ মানুষ রান্নার কাজে ব্যবহার করেন, তার দাম একই আছে।
১৯ কেজি এলপিজি অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি দাম কমেছে ১ জানুয়ারি থেকে। দিল্লিতে এই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হল ১৮১৪ টাকা। গত ডিসেম্বরে এই সিলিন্ডারের দাম ১৬.৫০ টাকা বাড়ানো হয়েছিল এবং গত নভেম্বর মাসে ৬২ টাকা বাড়ানো হয়েছিল।
কলকাতায় এই সিলিন্ডারের দাম হল ১৯১১ টাকা, মুম্বইয়ে ১৭৫৬ টাকা এবং চেন্নাইতে ১৯৬৬ টাকা।
সাধারণ বাড়িতে ব্যবহার করা হয় ১৪.২ কেজির সিলিন্ডার। সেই গ্যাসের দামের কোনও পরিবর্তন হচ্ছে না। দিল্লিতে এই গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে ৮০৩ টাকা, কলকাতায় দাম ৮২৯ টাকা, মুম্বইতে দাম ৮০২.৫০ টাকা।