Luxury Investment Index: মদ ও ঘড়ি থেকে বাম্পার টাকা আয় করছে মানুষ, বিশ্বাস না হলে দেখুন এই তথ্য

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Amartya Lahiri

Updated on: Mar 16, 2023 | 7:20 AM

Knight Frank Luxury Investment Index: নাইট ফ্রাঙ্ক লাক্সারি ইনভেস্টমেন্ট ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, ধনীদের পছন্দের তালিকায় রয়েছে ওয়াইন ও ঘড়ি। প্রতিবেদনে এমন একটি গাড়ির কথাও উল্লেখ করা হয়েছে যার দাম ১২০০ কোটি টাকা!

Luxury Investment Index: মদ ও ঘড়ি থেকে বাম্পার টাকা আয় করছে মানুষ, বিশ্বাস না হলে দেখুন এই তথ্য
বাঁদিকে - পাটেক ফিলিপ ঘড়ি, ডানদিকে - ম্যাকালান দ্য রিচ হুইস্কি

কলকাতা: নাইট ফ্রাঙ্ক লাক্সারি ইনভেস্টমেন্ট ইনডেক্স: গাড়ি, বাইক, ঘড়ি, বিলাসবহুল ফ্ল্যাট, দামি মদ নাকি মোবাইল ফোন – ভারতীয়দের প্রিয় জিনিস কোনটি জানেন? ভারতীয়দের সবচেয়ে পছন্দের তালিকায় রয়েছে দামি মদ এবং ঘড়ি। বিলাসবহুল ঘড়ি এবং দামি ব্র্যান্ডের মদের প্রতি দেশের মানুষের প্রবল আকর্ষণ এবং এই দুই পণ্যে বিনিয়োগ করে কিছু মানুষ প্রচুর আয় করছে। না এটা আমরা বলছি না, বলছে নাইট ফ্রাঙ্ক লাক্সারি ইনভেস্টমেন্ট ইনডেক্সের রিপোর্ট। সম্প্রতি নাইট ফ্রাঙ্ক সংস্থা তাদের বিলাসপণ্য বিনিয়োগ সূচক বা লাক্সারি ইনভেস্টমেন্ট ইনডেক্স রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্ট অনুযায়ী, ধনীদের পছন্দের তালিকায় রয়েছে মদ ও ঘড়ি। প্রতিবেদনে এমন একটি গাড়ির কথাও বলা হয়েছে, যার দাম ৫ কোটি, ১০ কোটি বা ৫০ কোটি টাকাও নয়, 1200 কোটি টাকা! এই রিপোর্ট তৈরি উদ্দেশ্য ছিল, ধনী ব্যক্তিদের প্যাশন সম্পর্কে জানা। তারা কোন কোন জিনিসে কত টাকা বিনিয়োগ করে, সেই সম্পর্কে জানা। লাক্সারি ইনভেস্টমেন্ট ইনডেক্স অনুসারে, মদ এবং ঘড়ি বিক্রি করে প্রচুর মুনাফা হচ্ছে।

ধনীদের প্রিয় জিনিস

২০২২ সালের তুলনায় নাইট ফ্রাঙ্ক লাক্সারি ইনভেস্টমেন্ট ইনডেক্স এই বছর ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, এই বছর বিলাসবহুল পণ্য সংগ্রহের প্রতি ভারতীয়দের প্যাশন আরও বেড়েছে। পোর্টফোলিওর ৫ শতাংশ মানুষই তাদের প্যাশনের কারণেই বিনিয়োগ করে। নাইট ফ্রাঙ্ক লাক্সারি ইনভেস্টমেন্ট ইনডেক্সে ১০টি বিভাগ রয়েছে – আর্ট, গাড়ি, ঘড়ি, হ্যান্ডব্যাগ, ওয়াইন, মুদ্রা, অলঙ্কার, আসবাবপত্র, রঙিন হিরে এবং বিরল হুইস্কির বোতল।

সবচেয়ে দামি কী বিক্রি হয়েছে?

– মার্সিডিজ় বেঞ্জ় ৩০০ এসএলআর আহলেনআউট কুপে গাড়ি (Mercedes-Benz 300 SLR Uhlenhaut Coupe) – ১১৮০ কোটি টাকা

– গোবি মিলানো-সাইনড পাটেক ফিলিপ ঘড়ি (Gobbi Milano-signed Patek Philippe) – ৬৪ কোটি টাকা

– গোবি মিলানো-সাইনড পাটেক ফিলিপ ঘড়ি (Gobbi Milano-signed Patek Philippe) – ২ কোটি ৫০ লক্ষ টাকা

– ম্যাকালান দ্য রিচ, ৮১ বছরের পুরোনো সিঙ্গল মল্ট সোথেবিস (The Macallan The Reach, 81-year-old single malt Sothebys) – ২ কোটি ৫০ লক্ষ টাকা

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla