AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দালাল স্ট্রিটে আইপিও আনছে ম্যাক্রোটেক ডেভেলপার্স

কয়েক দিন আগেই দালাল স্ট্রিটে একাধিক সংস্থা নিজেদের আইপিও এনেছিল।

দালাল স্ট্রিটে আইপিও আনছে ম্যাক্রোটেক ডেভেলপার্স
ফাইল চিত্র
| Updated on: Apr 04, 2021 | 10:02 PM
Share

মুম্বই: দালাল স্ট্রিটে ফের নতুন আইপিও (IPO)। ৭ এপ্রিল বাজারে আসছে ম্যাক্রোটেক ডেভেলপার্সের আইপিও। এপ্রিলের ৭ তারিখ থেকে ৯ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে এই আইপিও। প্রতি প্রাইস ব্যান্ড ৪৮৩ থেকে ৪৮৬ টাকা প্রতি শেয়ারে বিএসই ও এনএসইতে মিলবে ম্যাক্রোটেক ডেভেলপার্সের আইপিও। একটি লটে ন্যূনতম ৩০টি শেয়ার কেনা যাবে বলে জানিয়েছে সংস্থা।

মুম্বইয়ে ম্যাক্রোটেক প্রতিষ্ঠা করেছিলেন মঙ্গল কুমার লোধা। মূলত রিয়েল এস্টেট কোম্পানি ম্যাক্রোটেক। ২০১৯ সালের পরে আরও একাধিক দিক খোলে এই সংস্থা। মুম্বইর ট্রাম্প টাওয়ার ও লন্ডনের গ্রোসভেনর স্কোয়ারের মতো বড় প্রজেক্টও রয়েছে এই সংস্থার নামে। কয়েক দিন আগেই দালাল স্ট্রিটে একাধিক সংস্থা নিজেদের আইপিও এনেছিল।

সম্প্রতি বাজারে আইপিও এনেছিল পাঁচ সংস্থা। ৮২৪ কোটির আইপিও নিয়ে দালাল স্ট্রিটে এসেছিল ক্র্যাফ্টসম্যান অটোমেশন লিমিটেড। ৬০০ কোটির আইপিও নিয়ে মাঠে নেমেছিল লক্ষ্মী অরগানিকস। ১ হাজার ১৭৫ কোটি টাকা তোলার লক্ষ্যে আইপিও নিয়ে এসেছিল কল্যাণ জুয়েলার্স। এ ছাড়াও আইপিও নিয়ে এসেছিল সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ও নজারা টেকনলজিকস।

আরও পড়ুন: কোনওরকম কার্ড ছাড়াই এবার এটিএম থেকে টাকা তুলুন, জানুন কীভাবে