Liquor Price Hike: উৎসবের মরশুমে সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর, ১ নভেম্বর থেকে বাড়ছে মদের দাম

VAT Hike: , আগামী ১ নভেম্বর থেকে হোটেল, বার, লাউঞ্জ ও ক্লাবে মদের উপরে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট বসতে চলেছে। রুম লিকার সার্ভিসের জন্য দিতে হবে ১০ শতাংশ ভ্যাট। আগে এই পরিষেবার জন্য দিতে হত ৫ শতাংশ ভ্যাট। 

Liquor Price Hike: উৎসবের মরশুমে সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর, ১ নভেম্বর থেকে বাড়ছে মদের দাম
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 6:35 AM

মুম্বই: দুর্গা পুজো শেষ হয়েছে ঠিকই, কিন্তু উৎসবের মরশুম এখনও বাকি। আর উৎসব মানেই তো হই-হুল্লোড়, খানা-পিনা। সামনেই কালী পুজো-দিওয়ালিতে ‘খানা’র খরচ ঠিক থাকলেও, পকেটে চাপ বাড়াবে ‘পিনা’। আগামী ১ নভেম্বর থেকেই বাড়তে চলেছে মদের দাম। এবার থেকে হোটেল, বার, লাউঞ্জ ও ক্লাবে মদ্যপান করতে গেলে খরচ হবে অতিরিক্ত গ্যাঁটের কড়ি। অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট দিতে হবে ১ নভেম্বর থেকে।

শিন্ডে সরকারের তরফে দেওয়া হয়েছে নয়া নির্দেশিকা। জানানো হয়েছে, আগামী ১ নভেম্বর থেকে হোটেল, বার, লাউঞ্জ ও ক্লাবে মদের উপরে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট বসতে চলেছে। রুম লিকার সার্ভিসের জন্য দিতে হবে ১০ শতাংশ ভ্যাট। আগে এই পরিষেবার জন্য দিতে হত ৫ শতাংশ ভ্যাট। মহারাষ্ট্র সরকারের অর্থ দফতর এই নির্দেশ দিয়েছে।

সূত্রের খবর, মহারাষ্ট্র সরকার নতুন আবগারি নীতি আনার পরিকল্পনা করছে।  বেভারেজ বা নরম পানীয়ে অ্যালকোহলের মাত্রা এবং বার ও পারমিট প্রাপ্ত রুমে বোতলবন্দি মদ বিক্রির ক্ষেত্রে নতুন নিয়ম আনা হতে পারে। নয়া আবগারি নীতিতে বিয়ারের দাম কমতে পারে। রাজ্যে মদ বিক্রির মাধ্যমে রাজস্ব বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।