AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছাড়াল সব রেকর্ড, ৫ লক্ষ ১৮ হাজার গাড়ি রেলপথেই বহন করেছে Maruti Suzuki

Maruti Suzuki: মারুতি সুজুকিই হল দেশের প্রথম সংস্থা যারা ২০১৩ সালে অটোমোবাইল ফ্রাইট ট্রেন অপারেট করার লাইসেন্স পায়। তারপর থেকে এখনও পর্যন্ত ২৪ লক্ষ গাড়ি রেলপথে নিয়ে যাওয়া হয়েছে।

ছাড়াল সব রেকর্ড, ৫ লক্ষ ১৮ হাজার গাড়ি রেলপথেই বহন করেছে Maruti Suzuki
Image Credit: Getty Image
| Updated on: Jun 06, 2025 | 6:20 PM
Share

নয়া দিল্লি: ভারতীয় রেলে এক বছরে রেকর্ড পরিমাণ গাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে মারুতি সুজুকি। বৃহস্পতিবার সেই পরিসংখ্যান প্রকাশ করেছে তারা। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ৫ লক্ষ ১৮ হাজার গাড়ি নিয়ে যাওয়া হয়েছে রেলকে ব্যবহার করে।

সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ সাল থেকে শুরু করে ২০২৫ পর্যন্ত এই নিয়ে মোট ২৪ লক্ষ গাড়ি রেলে বহন করা হয়েছে।

বর্তমানে দেশের ৬০০-টিরও বেশি শহরে পরিষেবা দেয় এই সংস্থা। রয়েছে ২০টির বেশি হাব। রফতানির জন্য মুন্দ্রা বা পিপাভাভ বন্দর পর্যন্ত পৌঁছতে এই সংস্থা রেলকে ব্যবহার করে। সংস্থার সিইও হিসাশি তাকেউচি জানিয়েছেন, কার্বন মুক্ত পরিবহনের ক্ষেত্রে জোর দেন তাঁরা, সে পণ্য উৎপাদনই হোক আর পণ্য পরিবহনই হোক।

মারুতি সুজুকিই হল দেশের প্রথম সংস্থা যারা ২০১৩ সালে অটোমোবাইল ফ্রাইট ট্রেন অপারেট করার লাইসেন্স পায়। তারপর থেকে এখনও পর্যন্ত ২৪ লক্ষ গাড়ি রেলপথে নিয়ে যাওয়া হয়েছে।

মারুতি সুজুকি বর্তমানে ৪০টি ডেক রেক চালায়। এর মধ্যে ৩০০ গাড়ি বহন করা সম্ভব। এর ফলে ১.৮ লক্ষ টন কার্বন ডাই অক্সাইড বাঁচাতে সক্ষম হয়েছে ওই সংস্থা।