AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: বাহ্ বৃষ্টি বাহ্! আকাশ থেকে নেমে সুর তুলছে সন্তুরে

Megh Santoor: অনেকেই পছন্দ করেন বৃষ্টির শব্দ শুনতে। ঝমঝমিয়ে যখন মাটিতে আছড়ে পড়ে বৃষ্টির বিন্দু, তখন আলাদাই একটা সুর তৈরি হয়। এবার সঙ্গীত বাদ্যযন্ত্রও তৈরি করা হল, যা বৃষ্টি পড়লেই বেজে উঠবে। শুনতে অবাক লাগলেও, সম্পূর্ণ সত্যি এটা।

VIDEO: বাহ্ বৃষ্টি বাহ্! আকাশ থেকে নেমে সুর তুলছে সন্তুরে
মেঘ সন্তুর। Image Credit: Brook Bond Taj
| Edited By: | Updated on: Oct 27, 2023 | 7:19 AM
Share

নয়া দিল্লি: আমাদের চারিদিকেই ছড়িয়ে রয়েছে সঙ্গীত (Music)। কান পাতলেই শোনা যায় সুরের মূর্ছনা। বাসের হর্ন থেকে শুরু করে কাঠ কাটার শব্দ, সব কিছুর মধ্যেই লুকিয়ে রয়েছে সুর-তাল। অনেকেই পছন্দ করেন বৃষ্টির শব্দ শুনতে। ঝমঝমিয়ে যখন মাটিতে আছড়ে পড়ে বৃষ্টির বিন্দু, তখন আলাদাই একটা সুর তৈরি হয়। এবার সঙ্গীত বাদ্যযন্ত্রও তৈরি করা হল, যা বৃষ্টি পড়লেই বেজে উঠবে। শুনতে অবাক লাগলেও, সম্পূর্ণ সত্যি এটা। হাতের আঙুল নয়, বৃষ্টির ফোঁটাই তুলবে সুর। তাও আবার ভারতীয় ক্লাসিকাল রাগ (Classical Raag)।

অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় লাগানো হয়েছে এক বিশাল হোর্ডিং। তার এক পাশে রয়েছে অ্যালুমিনিয়ামের পাত, নীচে রয়েছে বাদ্যযন্ত্রে থাকা সরু তার। যখনই বৃষ্টির ফোঁটা পড়ছে ওই পাতের উপরে, বেজে উঠছে সুর। সন্তুরের মতোই শব্দ বের হয় ওই বাদ্য যন্ত্র থেকে। এর নাম মেঘ সন্তুর (Megh Santoor)। বৃষ্টির প্রতিটি বিন্দুতে বেজে উঠছে ক্লাসিক্যাল রাগ।

হোর্ডিংয়ের অন্য প্রান্তে শুধু দুটি শব্দই লেখা, “বাহ তাজ” (Waah Taaj)। এটি আসলে একটি চা বিক্রয় সংস্থার বিজ্ঞাপন। তবে নিজেদের পণ্যের ছবি দিয়ে প্রচার না করে, তারা বেছে নিয়েছেন বিজ্ঞাপনের অনন্য পদ্ধতি। এটি বিশ্বের সবথেকে বড় প্রাকৃতিক অ্যাকটিভ বিলবোর্ড। গিনেস বুক অব রেকর্ডেও নাম তুলেছে এই মেঘ সন্তুর।