Whisky: ভারতে তৈরি হুইস্কিই বিশ্বের ভরসা! এই তথ্যগুলো চমকে দেওয়ার মতো…
Indian Whisky: বিশ্বের সেরা ২০ হুইস্কি ব্র্যান্ডের মধ্যে ভারতে তৈরি ব্র্যান্ডের সংখ্যা দশেরও বেশি। সারা বিশ্বে মদ্য পানের নিরিখেও ভারতে তৈরি মদেরও আধিপত্য রয়েছে। সম্প্রতি ড্রিঙ্কস ইন্টারন্যাশনালের রিপোর্টে এমনটাই প্রকাশ্যে এসেছে।

মেড ইন ইন্ডিয়া। তবে শুধুমাত্র ভারতের বাজারেই বিক্রি হচ্ছে তা নয়। কথা হচ্ছে হুইস্কি নিয়ে। ভারতে তৈরি হুইস্কিই সারা বিশ্বের ভরসা! তথ্য এমনই বলছে। সারা বিশ্বের অর্ধেক জায়গাতেই ভারতে তৈরি হুইস্কিরই রমরমা বাজার। বিশ্বের সেরা ২০ হুইস্কি ব্র্যান্ডের মধ্যে ভারতে তৈরি ব্র্যান্ডের সংখ্যা দশেরও বেশি। সারা বিশ্বে মদ্য পানের নিরিখেও ভারতে তৈরি মদেরও আধিপত্য রয়েছে। সম্প্রতি ড্রিঙ্কস ইন্টারন্যাশনালের রিপোর্টে এমনটাই প্রকাশ্যে এসেছে।
এই রিপোর্ট থেকে একটা জিনিস পরিষ্কার, ভারতের হুইস্কির মার্কেটে বড় সাফল্যও বলা যায়। ভারতীয় ব্র্যান্ড যেমন রয়্যাল চ্যালেঞ্জ, ম্যাকডাওয়েলস, ইম্পেরিয়াল ব্লু, অফিসার্স চয়েস শুধুমাত্র যে দেশের মার্কেটেই জনপ্রিয়, তা নয়। সারা বিশ্বেই এর জনপ্রিয়তা এবং বিক্রি প্রচুর। ড্রিঙ্কস ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী ২০২৩ সাল থেকে এই ব্র্যান্ডের হুইস্কি বিক্রি হয়েছে ১.৬ মিলিয়নেরও বেশি।
বিশ্ববাজারে এই চাহিদার কিছু কারণও রয়েছে। এর অন্যতম কারণ মনে করা হচ্ছে, ভারতে তৈরি হুইস্কির আগের তুলনায় কোয়ালিটির দিক থেকে উন্নতি হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, অম্রুত ও পল জনের মতো সিঙ্গল মল্ট হুইস্কি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। এই ব্র্যান্ডগুলি স্কচ এবং অন্য বিদেশি ব্র্যান্ডের সঙ্গে কড়া টক্কর দিচ্ছে।
ভারতেও এর মার্কেট কম নয়। দেশে প্রায় ৩০ কোটি মানুষ মদ্য়পান করেন। যার মধ্যে অধিকাংশই পছন্দ করেন হুইস্কি। প্রিমিয়াম ব্র্যান্ডের হুইস্কি কেনার মাত্রা আরও বেড়েছে। ২০২৪ সালের মদের বাজারে ২.২ শতাংশ বিক্রি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে প্রিমিয়াম হুইস্কির চাহিদাই বেশি দেখা গিয়েছে।





