Mukesh Ambani: ১ টাকাও বেতন নেন না মুকেশ অম্বানী, ছেলে-মেয়েকে কত টাকা করে দিতে হয় জানেন?
Ambani Family Salary: করোনাকালে মুকেশ অম্বানী সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি এক টাকাও বেতন নেবেন না। তবে তাঁর স্ত্রী নীতা অম্বানী, তিন সন্তান আকাশ, অনন্ত ও ইশা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিভিন্ন শাখায় কাজ করেন। তারা বেতনও নেন।

নয়া দিল্লি: দেশ তথা বিশ্বেক অন্যতম ধনী ব্যক্তি মুকেশ অম্বানী। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার তিনি। রিলায়েন্সের ব্যবসা ক্রমশ বিস্তার করছে। শুধু তিনি নন, তাঁর পরিবারের সকলেই রিলায়েন্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অম্বানী পরিবারের সম্পত্তির আনুমানিক মূল্য ৮.৪৫ লক্ষ কোটি টাকা। তার পরিবারের সকলে কত টাকা আয় করে, জানেন?
করোনাকালে মুকেশ অম্বানী সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি এক টাকাও বেতন নেবেন না। তবে তাঁর স্ত্রী নীতা অম্বানী, তিন সন্তান আকাশ, অনন্ত ও ইশা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিভিন্ন শাখায় কাজ করেন। তারা বেতনও নেন।
কত টাকা আয় করেন অম্বানীরা?
মুকেশ অম্বানীর স্ত্রী নীতা অম্বানী রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৩৪০ কোটি থেকে ২৫১০ কোটি টাকার মধ্যে। এই হিসাবে তাঁর দৈনিক আয় ২০ থেকে ২৫ লক্ষ টাকা।
ইশা অম্বানী রিলায়েন্স রিটেলের শীর্ষ পদে রয়েছেন। তাঁর বার্ষিক বেতন ৪.২ কোটি টাকা। ইশা অম্বানীর মোট সম্পত্তির পরিমাণ ৮০০ কোটি টাকা।
মুকেশ অম্বানীর বড় ছেলে আকাশ অম্বানী। তিনি রিলায়েন্স জিয়োর চেয়ারম্যান। আকাশের বার্ষিক বেতন ৫.৪ কোটি টাকা। আকাশের মোট সম্পত্তির পরিমাণ ৩ হাজার ৩০০ কোটি টাকা।
মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানী রিলায়েন্সের এনার্জি বিজনেস দেখভাল করেন। তাঁর বার্ষিক বেতন ৪.২ কোটি টাকা।

