Mukesh Ambani: এখান থেকেই সবকিছুর শুরু, ১৫১ কোটির গুরুদক্ষিণা দিলেন মুকেশ অম্বানী
Mukesh Ambani: নিজের ক্যাম্পাসে দাঁড়িয়ে মুকেশ অম্বানী স্মৃতিচারণ করে বলেন যে আইআইটি বম্বের বদলে তিনি ইউডিসিটি-কে বেছে নিয়েছিলেন।

মুম্বই: গুরুদক্ষিণা দিলেন মুকেশ অম্বানী। নিজের শিক্ষা প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব কেমিক্যাল টেকনোলজি, মুম্বই-কে তিনি বিপুল টাকা অনুদান দিলেন। ১৯৭০-এর দশকে তিনি এই প্রতিষ্ঠানেই পড়াশোনা করেছিলেন।
জানা গিয়েছে, ভারত তথা এশিয়ার সবথেকে ধনী ব্য়ক্তি মুকেশ অম্বানী তাঁর শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি, মুম্বইয়ে ১৫১ কোটি টাকা অনুদান দিয়েছেন। অনিতা পাটিলের লেখা “দ্য ডিভাইন সায়েন্টিস্ট” বইয়ের উদ্বোধন হচ্ছিল আইসিটি-তে। পদ্মবিভূষণ অধ্যাপক মনমোহন শর্মার জীবনের উপর ভিত্তি করে লেখা এই বই। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন মুকেশ অম্বানী। সেই অনুষ্ঠানেই তিনি এই বিপুল অনুদানের কথা ঘোষণা করেন।
তিনি জানান, গুরুদক্ষিণা হিসাবেই এই অর্থ অনুদান দিচ্ছেন। অম্বানী বলেন, “উনি (মনমোহন শর্মা) আমায় বলেছিলেন, মুকেশ তোমাকে আইসিটির জন্য বড় কিছু করতে হবে। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি এই অনুদীন আমি অধ্যাপক শর্মার জন্যই দিতে সক্ষম হয়েছি।”
নিজের ক্যাম্পাসে দাঁড়িয়ে মুকেশ অম্বানী স্মৃতিচারণ করে বলেন যে আইআইটি বম্বের বদলে তিনি ইউডিসিটি-কে বেছে নিয়েছিলেন। তিনি বলেন, “অধ্যাপক শর্মার প্রথম বক্তৃতা শোনার পর আমার বিশ্বাস আরও দৃঢ় হয়ে ওঠে। আমার মনে হয়েছিল তিনি কেবল ধাতুরই নয়, মনেরও রসায়নবিদ। কৌতূহলকে জ্ঞানে, জ্ঞানকে ব্যবসায়িক মূল্যে এবং তাকে স্থায়ী বুদ্ধিমত্তায় রূপান্তরিত করার ক্ষমতা তাঁর রয়েছে।”
প্রসঙ্গত, আগে এই প্রতিষ্ঠান ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল টেকনোলজি নামে পরিচিত ছিল। ১৯৯৩ সালে মুম্বই বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল টেকনোলজি। ২০০৮ সালে এর নামকরণ হয় ইন্সটিটিউট অব কেমিক্যাল টেকনোলজি।

