Jio Financial Services Mutual Funds: ১১৭ কোটির বিনিয়োগ, এবার মিউচুয়াল ফান্ডের দুনিয়ায় পা রাখতে চলেছে অম্বানীর জিও

JFSL AMC: একটি অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা তৈরির জন্য জিও ও ব্ল্যাকরক দুই সংস্থা মিলে ১১৭ কোটি টাকা বিনিয়োগ করেছে। আর তার ভিত্তিতে ১০ টাকা প্রতি শেয়ারের দাম হিসাবে সংস্থা দুটি মোট ১১ কোটি ৭০ লক্ষ ইক্যুইটি শেয়ার পেয়েছে।

Jio Financial Services Mutual Funds: ১১৭ কোটির বিনিয়োগ, এবার মিউচুয়াল ফান্ডের দুনিয়ায় পা রাখতে চলেছে অম্বানীর জিও

Feb 06, 2025 | 7:10 PM

২০২৩ সালের জুলাই মাসে দেশের প্রথম সারির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিস থেকে আলাদা হয় মুকেশ অম্বানীর নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সংস্থা বা NBFC জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এবার মিউচুয়াল ফান্ড ব্যবসায় পা রাখতে চলেছেন তাঁরা। জিও ও আমেরিকা বেসড সংস্থা ব্ল্যাকরক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগকে গত অক্টোবরে অনুমোদন দিয়েছে সেবি।

এবার জিও জানিয়েছে তাঁদের পার্টনার সংস্থা ব্ল্যাকরকের সঙ্গে যৌথ উদ্যোগে তারা একটি মিউচুয়াল ফান্ড সংস্থার জন্য ১১৭ কোটি টাকা বিনিয়োগ করেছে। উল্লেখ্য বর্তমানে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নিফটি ১০০ বা বিএসই ১০০ সূচকের মধ্য রয়েছে।

২০২৩ সালের জুলাই মাসে রিলায়েন্সের থেকে আলাদা হওয়ার পর জিও ও ব্ল্যাকরকের যৌথ উদ্যোগে ৫০:৫০ পার্টনারশিপে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা বা AMC তৈরির কথা ঘোষণা করেছিল। এর পর ২০২৪ সালের এপ্রিলে ওয়েলথ ম্যানেজমেন্ট ও ব্রোকিং ব্যবসার জন্য ওই দুই সংস্থাই আরও একটি চুক্তি স্বাক্ষর করে।

জিও ও ব্ল্যাকরক দুই সংস্থা মিলে যে ১১৭ কোটি টাকা বিনিয়োগ করেছে তার ভিত্তিতে ১০ টাকা প্রতি শেয়ারের দাম হিসাবে সংস্থা দুটি মোট ১১ কোটি ৭০ লক্ষ ইক্যুইটি শেয়ার পেয়েছে। অর্থাৎ, প্রতি সংস্থা ৫ কোটি ৮৫ লক্ষ ইক্যুইটি শেয়ার পেয়েছে। উল্লেখ্য, আগেই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও ব্ল্যাকরক মোট ৮২ কোটি ৫০ লক্ষ টাকার বিনিয়োগ করেছে।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।