AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Isha Ambani: ইশার দায়িত্বেই নয়া উচ্চতায় পৌঁছেছে Reliance Retail, অম্বানী কন্যার বেতন কত জানেন? সম্পত্তির পরিমাণই বা কত?

Reliance Retail: অম্বানীর কন্যা তিনি। বিয়েও হয়েছে রিয়েল এস্টেট টাইকুন আনন্দ পিরামলের সঙ্গে। ফলে টাকা-পয়সা বা সম্পত্তি নিয়ে কোনও চিন্তাই নেই ইশা অম্বানীর। তবে নিজেকে রিলায়েন্স সংস্থার কর্ণধারের মেয়ে নয়, একজন সাধারণ কর্মী বলেই মনে করেন। রিলায়েন্স রিটেলের দায়িত্ব সামলান তিনি। এর জন্য মাসিক বেতনও নেন।

Isha Ambani: ইশার দায়িত্বেই নয়া উচ্চতায় পৌঁছেছে Reliance Retail, অম্বানী কন্যার বেতন কত জানেন? সম্পত্তির পরিমাণই বা কত?
মুকেশ অম্বানী ও নীতা অম্বানীর সঙ্গে ইশা অম্বানী।Image Credit: Instagram
| Updated on: Feb 02, 2024 | 4:57 PM
Share

নয়া দিল্লি: দেশের ধনীতম ব্যক্তি মুকেশ অম্বানী। বিশ্বেরও সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে প্রথম দশেই নাম থাকে মুকেশ অম্বানীর। তার সম্পত্তির পরিমাণ ৯০৪৩৬৯ কোটি টাকা। ধীরুভাই অম্বানীর তৈরি করা রিলায়েন্স সংস্থা শাখা-প্রশাখা বিস্তার করেছে মুকেশ অম্বানীর হাত ধরে। বর্তমানে তিনি নিজের ছেলে-মেয়ের হাতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের দায়িত্ব তুলে দিয়েছেন। টেলিকম বিভাগ, রিলায়েন্স জিয়ো-র দায়িত্ব রয়েছে আকাশ অম্বানীর হাতে। রিলায়েন্স নিউ এনার্জি বিজনেসের দায়িত্বে রয়েছেন অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানী। রিলায়েন্স রিটেল সামলান অম্বানী কন্যা ইশা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের লাভের একটা বড় অংশই আসে রিলায়েন্স রিটেল থেকে। ইশা অম্বানী মাসিক কত বেতন পান জানেন?

অম্বানীর কন্যা তিনি। বিয়েও হয়েছে রিয়েল এস্টেট টাইকুন আনন্দ পিরামলের সঙ্গে। ফলে টাকা-পয়সা বা সম্পত্তি নিয়ে কোনও চিন্তাই নেই ইশা অম্বানীর। তবে নিজেকে রিলায়েন্স সংস্থার কর্ণধারের মেয়ে নয়, একজন সাধারণ কর্মী বলেই মনে করেন। রিলায়েন্স রিটেলের দায়িত্ব সামলান তিনি। এর জন্য মাসিক বেতনও নেন। তাঁর বেতন কত জানেন? মাসিক ৩৫ লক্ষ টাকা। তাঁর বার্ষিক আয় ৪.২ কোটি টাকা।

মাসিক ৩৫ লক্ষ টাকা বা বার্ষিক ৪ কোটি টাকারও বেশি আয় করলেও, ইশা অম্বানীর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১০০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ৮২৯.৫ কোটি টাকা। ইশা অম্বানীর পরিচালিত রিলায়েন্স রিটেলের বর্তমানে দেশের ১৮ হাজার ৫০০ টি স্থানে দোকান রয়েছে। রিলায়েন্স রিটেলের বাজারমূল্য ৮৩৬১ লক্ষ কোটি টাকা। রিলায়েন্স রিটেলের অধীনে আজিয়ো, টিরা, ডানজ়ো, নেটমেডস, রিলায়েন্স ট্রেন্ডস রয়েছে।