20 Rupees Note: ২০ টাকার নোটে বড় বদল, পকেটে রাখা নোটটা কি বদলাতে হবে
20 Rupees Note: ১৯৩৪ সালের আরবিআই আইনের বিধান অনুসারে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক জারি করা সমস্ত নোট ভারতে লেনদেনের জন্য পুরোপুরি বৈধ থাকবে যতক্ষণ না পর্যন্ত সেগুলি প্রত্যাহার করার কথা ঘোষণা করা হয়।

নয়া দিল্লি: শীঘ্রই বাজারে আসছে ২০ টাকার নোট। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) শীঘ্রই মহাত্মা গান্ধী সিরিজের নতুন ২০ টাকার নোট আনবে বলে জানা গিয়েছে। সেই নোটে স্বাক্ষর করবেন নতুন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। এই নতুন নোটগুলির বৈশিষ্ট্য আগের মতোই থাকবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, কেবলমাত্র স্বাক্ষর আপডেট করা হবে। আর কোনও পরিবর্তন হবে না। রঙ, আকার সবই এক থাকবে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া বলেই জানা যাচ্ছে। আরবিআই গভর্নর পরিবর্তন হলে এই বদল হয়।
২০২৪-এর ১১ ডিসেম্বর সঞ্জয় মালহোত্রা রিজার্ভ ব্যাঙ্কের ২৬তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবাদ সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আগের গভর্নরদের আমলের যে সব ২০ টাকার নোট রয়েছে, সেগুলিও চালু থাকবে।
১৯৩৪ সালের আরবিআই আইনের বিধান অনুসারে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক জারি করা সমস্ত নোট ভারতে লেনদেনের জন্য পুরোপুরি বৈধ থাকবে যতক্ষণ না পর্যন্ত সেগুলি প্রত্যাহার করার কথা ঘোষণা করা হয়।
নতুন ২০ টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবি আরও স্পষ্টভাবে থাকবে। নম্বর প্যাটার্ন, ওয়াটারমার্ক এবং সিকিউরিটি থ্রেডও আরও ভাল হবে। বাজারে লেনদেনের জন্য পুরনো এবং নতুন উভয় নোটই ব্যবহার করা যাবে। নোট বদলানোর বা ব্যাঙ্কে জমা দেওয়ার কোনও প্রয়োজন হবে না। নতুন নোটগুলি ব্যাঙ্ক এবং এটিএমের মাধ্যমেই পাবেন সাধারণ মানুষ।





