Share Market News: একদিনে বাড়ল হাজার পয়েন্টের বেশি, ৭৮ হাজারের দোরগোড়ায় দাঁড়িয়ে সেনসেক্স
Indian Stock Market: ২৩,৬৫৮ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে ভারতের এই বেঞ্চমার্ক সূচক। অন্যদিকে, আজই ১০০০ পয়েন্টের বেশি বেড়েছে সেনসেক্স। একেবারে ৭৮,০০০-এর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে এই সূচক।

২৪ মার্চ দিন শেষে ৩০৭ পয়েন্ট বাড়ল নিফটি ৫০। ২৩,৬৫৮ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে ভারতের এই বেঞ্চমার্ক সূচক। অন্যদিকে, আজই ১০০০ পয়েন্টের বেশি বেড়েছে সেনসেক্স। একেবারে ৭৮,০০০-এর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে এই সূচক।
আজ ১,১১১ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক, ৫১৪ পয়েন্ট বেড়েছে নিফটি আইটি সূচক। ৫৫৪ পয়েন্ট বেড়েছে বিএসই স্মলক্যাপ সূচক। ১,৪৭১ পয়েন্ট বেড়েছে বিএসই ব্যাঙ্কেক্স। ৭৮২ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০ সূচকও।
ভারতের বাজারের এই উর্ধ্বগতি বিনিয়োগকারীদের খুশি করলেও তাদের চাপে রাখছে জাপানের বাজারের সাম্প্রতিক পার্ফরম্যান্স। আজ ৬৮ পয়েন্ট কমেছে সে দেশের সূচক নিক্কেই। যদিও আজ ২১৫ পয়েন্ট বেড়েছে চিনা সূচক হ্যাংসেং।
আজ বাড়ল যারা:
আজ আপার সার্কিট হিট করেছে একাধিক সংস্থা। পার্ল পলিমারস, সঙ্গম ইন্ডিয়া, সারদা মোটর ইন্ডাস্ট্রিজ, আয়ন-টেক সলিউশন, লম্বধারা টেক্সটাইলস প্রত্যেকটা সংস্থাই আজ আপার সার্কিট হিট করেছে।
আজ পড়ল যারা:
অন্যদিকে আজ সর্বোচ্চ ৯.৮৭ শতাংশ পড়েছে ইকিও লাইটিং। এছাড়াও পড়েছে খাণ্ডওয়ালা সিকিউরিটিজ, বিভোর স্টিল টিউবস, মেডিকো রেমেডিস ও মানুগ্রাফ ইন্ডিয়ার শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
- আজ শেয়ার প্রতি ২ টাকা ৩৯ পয়সা ডিভিডেন্ড দিয়েছে ডিজি ফাইবার।
- প্রতি ৬টা শেয়ারের জন্য ১টি করে বোনাস শেয়ার দিচ্ছে এনবি ট্রেড ফাইন্যান্স।
- আজ মার্জার হয়েছে আইসিআইসিআই সিকিওরিটিজের
- শেয়ার প্রতি ৯৪ পয়সা ডিভিডেন্ড দিয়েছে ইন্টেলিজেন্ট সাপ্লাই।
- আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে একাধিক সংস্থা। এর মধ্যে বাজাজ ফাইন্যান্স, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, শ্রী সিমেন্ট, জেএসডব্লিউ স্টিল, আইসিআইসিআই ব্যাঙ্ক, নারায়ণা হ্রুদায়ালয়া, অবন্তী ফিডস উল্লেখযোগ্য।
- অন্যদিকে আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলেছে হানিওয়েল অটোমেশন ইন্ডিয়া।
*২৪ মার্চ বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





