
ফেব্রুয়ারি মাসে ৪ তারিখ থেকে ভ্যালেন্টাইন্স ডে, ১৪ ফেব্রুয়ারির দুপুর ১টা পর্যন্ত এখনও উত্থানের মুখ দেখেনি ভারতের শেয়ার বাজার। নিফটি ৫০ ও সেনসেক্স দুটি সূচকই পড়েছে সাড়ে ৩ শতাংশের বেশি। এই সময়ের মধ্যে সেনসেক্স পড়েছে প্রায় ৩০০০ পয়েন্ট। আর প্রায় ৯০০ পয়েন্ট পড়েছে নিফটি ৫০। ট্রাম্পের শুল্ক নীতি ও কর্পোরেট সংস্থাগুলোর কম আয়ের প্রভাবেই পড়েছে ভারতের শেয়ার বাজার।
বাজার দুর্বল হওয়ার পিছনে কী কারণ?
ট্রাম্পের শুল্ক নীতি
ভারত সহ যে সব দেশের সঙ্গে ব্যবসা করে আমেরিকা, তাদের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেছে আমেরিকা। আর এর পরই চাপে পড়েছেন বিনিয়োগকারীরা। “ভারত যে শুল্ক নেবে আমরাও ওদের থেকে সেই শুল্ক আদায় করব”, বলছেন ট্রাম্প। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০৩০ সালের মধ্যে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষমাত্রা নিয়ে আলোচনা করেছেন।
বাণিজ্য নীতি বিশেষজ্ঞ অভিজিৎ দাস এক সাক্ষাৎকারে পিটিআইকে বলেন, “পারস্পরিক শুল্ক অত্যন্ত জটিল একটি বিষয়, কারণ একাধিক বিষয় মার্কিন বাণিজ্য নীতিকে প্রভাবিত করে”।
বিদেশি বিনিয়োগকারীদের বিক্রি
বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ক্রমাগত তাদের বিনিয়োগ বিক্রি করে গিয়েছে। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই ১৯ হাজার ৭৭ কোটি টাকা তারা বাজার থেকে তুলে নিয়েছে। এর আগে শুধুমাত্র জানুয়ারি মাসেই বিনিয়োগকারীরা প্রায় ৭৮ হাজার ২৭ কোটি টাকা বাজার থেকে তুলে নিয়েছিল। শুধুমাত্র গতকাল, ১৩ ফেব্রুয়ারি ২ হাজার ৭৮৯ কোটি ৯১ লক্ষ টাকার শেয়ার বিক্রি করেছে বিদেশি বিনিয়োগকারীরা।
তৃতীয় ত্রৈমাসিকের খারাপ ফলাফল
তৃতীয় ত্রৈমাসিকের খারাপ আয় বাজারে হতাশা আরও বাড়িয়েছে। একাধিক সংস্থার খারাপ ফলাফল কর্পোরেট সংস্থাগুলোর বৃদ্ধি নিয়ে আরও প্রশ্ন তুলেছে।
কী বলছেন বিশেষজ্ঞরা?
অ্যাঞ্জেল ওয়ানের টেকনিক্যাল ও ডেরিভেটিভের প্রধান সমীত চাভানের মতে ২২,৯০০ থেকে ২২,৮০০-এর মধ্যে নিফটি ৫০ কিছুটা সাপোর্ট পেয়েছিল। যদিও অক্টোবর থেকে এখনও পর্যন্ত নিফটি আইটি একমাত্র সূচক যা পজিটিভ রিটার্ন দিয়েছে।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।