Budget 2024: বাজেট আসন্ন, বৈঠকে নির্মলাকে কী পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা

Budget 2024: অর্থমন্ত্রীর সঙ্গে দু ঘণ্টার বৈঠকের পর মরগান স্ট্যানলি ইন্ডিয়া সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং কান্ট্রি হেড অরুণ কোহলি বলেন, কর সংক্রান্ত নীতিগুলিকে স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী করতে হবে।

Budget 2024: বাজেট আসন্ন, বৈঠকে নির্মলাকে কী পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা
নির্মলা সীতারামণImage Credit source: twitter
Follow Us:
| Updated on: Jul 22, 2024 | 9:57 AM

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। তার জন্য প্রস্তুতিও শুরু করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন তিনি। বৃহস্পতিবার দেশের অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন তিনি, যেখানে অনেক বিষয়ে আলোচনা হয়েছে।

সূত্রের খবর, অর্থনৈতিক বিশেষজ্ঞরা বৈঠকে পরামর্শ দিয়েছেন যাতে বাজার প্রসারিত করার জন্য ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে কর ছাড় দিয়ে ব্যবসা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা হয়। অর্থ মন্ত্রকের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, বাজেট পেশ হওয়ার আগে এটি ছিল দ্বিতীয় বৈঠক। ফিনান্স ও ক্যাপিটাল মার্কেট সংক্রান্ত বিশেষজ্ঞরা এই বৈঠকে অংশ নেন। আগামী মাসে অর্থাৎ জুলাইতে সংসদে পূর্ণ বাজেট পেশ করা হবে বলেই মনে করা হচ্ছে।

অর্থমন্ত্রীর সঙ্গে দু ঘণ্টার বৈঠকের পর মরগান স্ট্যানলি ইন্ডিয়া সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং কান্ট্রি হেড অরুণ কোহলি বলেন, কর সংক্রান্ত নীতিগুলিকে স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী করতে হবে।

মুথুট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জর্জ আলেকজান্ডার মুথুটের মতে, বাজার প্রসারিত করার জন্য ট্যাক্স ছাড় দেওয়া প্রয়োজন। ব্যাঙ্ক ছাড়া অন্যান্য ফিনান্সিয়াল সংস্থা নিয়েও আলোচনা হয়েছে এদিন।