Reliance Group: রিলায়েন্সের বোর্ড অফ ডিরেক্টরস পদ ছাড়লেন নীতা আম্বানি, দায়িত্বে এলেন মুকেশের ৩ সন্তান

RIL: গত বছরই অবশ্য তিন সন্তানকে সম্পূর্ণভাবে ব্যবসার অন্তর্ভুক্ত করেছিলেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি। রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের দায়িত্ব দিয়েছিলেন বড় ছেলে আকাশ আম্বানি।

Reliance Group: রিলায়েন্সের বোর্ড অফ ডিরেক্টরস পদ ছাড়লেন নীতা আম্বানি, দায়িত্বে এলেন মুকেশের ৩ সন্তান
স্ত্রী নীতা আম্বানি ও তিন সন্তানের সঙ্গে মুকেশ আম্বানি। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2023 | 5:34 PM

মুম্বই: রিলায়েন্স গোষ্ঠীর (Reliance Group) বোর্ড অফ ডিরেক্টরসে বড় বদল। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)-এর বোর্ড অফ ডিরেক্টরসের পদ ছাড়লেন নীতা আম্বানি (Nita Ambani)। অন্যদিকে, RIL বোর্ডে এলেন মুকেশ আম্বানির তিন সন্তান- ঈশা, আকাশ ও অনন্ত। সোমবার RIL-এর বার্ষিক জেনারেল মিটিং (AGM)-এ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে রিলায়েন্স গোষ্ঠীর তরফে খবরটি ঘোষণা করা হয়েছে।

RIL সূত্রে খবর, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টরসের পদ ছাড়লেন মুকেশ-ঘরণী। তবে রিলায়েন্স ফাউন্ডেশনের উপদেষ্টা হিসাবে তিনি RIL-এর সমস্ত বোর্ড মিটিংয়ে স্থায়ী আমন্ত্রিত সদস্য থাকবেন। অন্যদিকে, নন-এক্সিকিউটিভ ডিরেক্টরস হিসাবে RIL-এর বোর্ড অফ ডিরেক্টরসের প্যানেলে এলেন মুকেশ-নীতা আম্বানির ৩ সন্তান- ঈশা, আকাশ ও অনন্ত।

গত বছরই অবশ্য তিন সন্তানকে সম্পূর্ণভাবে ব্যবসার অন্তর্ভুক্ত করেছিলেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি। রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের দায়িত্ব দিয়েছিলেন বড় ছেলে আকাশ আম্বানিকে। রিলায়েন্স রিটেলের দায়িত্ব দিয়েছিলেন আকাশের স্ত্রী তথা পুত্রবধূ এবং মেয়ে ঈশার হাতে। আর নতুন ব্যবসা, বিদ্যুৎ সেক্টরের দায়িত্ব দেওয়া হয় মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্তের হাতে।