Income Tax Announcement: ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর, সবথেকে বড় ঘোষণা বাজেটে

Union Budget 2025: আগে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হত না। এবার সেই সীমা বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হল। অর্থাৎ ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না আয়কর।

Income Tax Announcement: ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর, সবথেকে বড় ঘোষণা বাজেটে
অর্থমন্ত্রীর বড় ঘোষণা।Image Credit source: PTI

|

Feb 01, 2025 | 12:37 PM

নয়া দিল্লি: বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। আয়করে বিরাট ছাড়। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর (Income Tax) দিতে হবে না। ঘোষণা অর্থমন্ত্রীর।

এ দিন বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আগে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হত না। এবার সেই সীমা বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হল। অর্থাৎ ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না আয়কর। ১২ লক্ষ ১ টাকা আয় থেকে আয়কর দিতে হবে।

কত আয়ে কত আয়কর দিতে হবে দেখে নিন-

নতুন কর কাঠামো অনুযায়ী-

০ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- কোনও কর নেই।

৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ৫ শতাংশ আয়কর

৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ১০ শতাংশ আয়কর

১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ২০ শতাংশ আয়কর

২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ২৫ শতাংশ আয়কর

২৪ লক্ষ টাকার উপরে আয়ে- ৩০ শতাংশ আয়কর