AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railways Ticketing System: মেট্রোর কায়দায় বড় বদল আসছে রেলেও, বিনা টিকিটে ভ্রমণের কথা ভুলে যান পুরোপুরি

Indian Railways: রেল স্টেশনে সাধারণত এক্সিট গেটে দাঁড়িয়ে থাকেন টিকিট পরীক্ষক বা টিটিই-রা। বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীদের ধরেন এবং জরিমানা করেন। যদি মেট্রোর টিকিটিং সিস্টেম চালু হয়, তবে ঢোকা ও বেরনোর গেটে সকলকে টিকিট পরীক্ষা করাতেই হবে।

Railways Ticketing System: মেট্রোর কায়দায় বড় বদল আসছে রেলেও, বিনা টিকিটে ভ্রমণের কথা ভুলে যান পুরোপুরি
ফাইল চিত্র।Image Credit: Gurpreet Singh/HT via Getty Images
| Updated on: Mar 01, 2025 | 5:36 PM
Share

নয়া দিল্লি: বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করার অভ্যাস? খুব সাবধান। এবার বিনা টিকিটে ট্রেন তো দূর, স্টেশনেও ঢুকতে পারবেন না। বিনা টিকিটে ভ্রমণ আটকাতে এবার বড় পদক্ষেপ করতে চলেছে। মহাকুম্ভ থেকে শিক্ষা নিয়েই এবার রেল স্টেশনে চালু হতে চলেছে বিশেষ সিস্টেম। কী সেই সিস্টেম?

মেট্রোর মতো পরিষেবা চালু করা চিন্তাভাবনা করছে ভারতীয় রেলওয়ে। মেট্রো স্টেশনে যেভাবে টোকেন টিকিট পাঞ্চ করে ঢুকতে হয়, এবার রেল স্টেশনগুলিতেও সেই নিয়মই চালু করার কথা ভাবছে রেল। এতে যাদের কাছে বৈধ টিকিট রয়েছে, কেবল সেই যাত্রীরাই রেলস্টেশনের ভিতরে ঢুকতে পারবেন।

রেল স্টেশনে সাধারণত এক্সিট গেটে দাঁড়িয়ে থাকেন টিকিট পরীক্ষক বা টিটিই-রা। বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীদের ধরেন এবং জরিমানা করেন। যদি মেট্রোর টিকিটিং সিস্টেম চালু হয়, তবে ঢোকা ও বেরনোর গেটে সকলকে টিকিট পরীক্ষা করাতেই হবে। টিটিই-র চোখ ফাঁকি দিয়ে পালানো গেলেও, এখানে পালানোর কোনও পথ থাকবে না।

কীভাবে এই সিস্টেম কাজ করবে?

  • মেট্রো স্টেশনের মতো এবার থেকে রেল স্টেশনেও ঢোকার জন্য বৈধ টিকিট দেখাতে হবে।
  • টিটিই-রা ঢোকা ও বেরনোর গেটে থাকবেন, যাতে কেউ গেট টপকে না ঢোকেন।
  • এতে অতিরিক্ত ভিড় সামাল দেওয়া সহজ হবে। বিশেষ করে বড় বড় অনুষ্ঠানে এবং বড় স্টেশনগুলিতে যেখানে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন, সেখানে ভিড় সামলাতে সুবিধা হবে।

কেন এই পরিবর্তন করা হচ্ছে?

  • মূলত ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ আটকাতেই এই সিস্টেম চালু করা হচ্ছে।
  • এছাড়া স্টেশনে অতিরিক্ত ভিড় সামলানো তুলনামূলকভাবে সহজ হবে। সম্প্রতিই দিল্লির রেলস্টেশনে যে পদপিষ্টের ঘটনা ঘটেছে, তা এড়ানো যাবে।
  • স্টেশনের সুরক্ষা ও নিরাপত্তাও বাড়বে এই টিকিটিং ব্যবস্থায়।

কবে থেকে চালু হবে এই সিস্টেম?

আপাতত ভারতীয় রেলওয়ে নির্দিষ্ট কিছু স্টেশনেই ট্রায়াল করছে। যদি তা সফল হয়, তবে দেশের বড় বড় রেলস্টেশনগুলিতে টিকিট ভেরিফিকেশন সিস্টেম চালু করা হবে।