Aadhaar Update: লাইনে দাঁড়ানোর দিন শেষ, মুহূর্তেই আপডেট হয়ে যাবে আধার কার্ড! সরকারের বড় সিদ্ধান্ত

ঈপ্সা চ্যাটার্জী |

Oct 23, 2024 | 10:59 AM

Aadhaar Card News: অনেক সময়ই আধার কার্ডে নাম বা ঠিকানা কিংবা মোবাইল নম্বর ভুল থাকে। সেই ভুল ঠিক করাতে ছুটতে হয় আধার সেন্টারে। ঘণ্টার পর ঘণ্টা সময় কেটে যায় লাইনেই। তবে এই দীর্ঘ লাইন দেওয়ার দিন শেষ এবার। আ

Aadhaar Update: লাইনে দাঁড়ানোর দিন শেষ, মুহূর্তেই আপডেট হয়ে যাবে আধার কার্ড! সরকারের বড় সিদ্ধান্ত
আধার কার্ড নিয়ে বড় খবর।
Image Credit source: Soumyabrata Roy/NurPhoto via Getty Images

Follow Us

নয়া দিল্লি: যে কোনও দরকারি কাজেই প্রয়োজন আধার কার্ডের। দেশের নাগরিকদের পরিচয়পত্র এই আধার নম্বর। তাই আধার কার্ডে সমস্ত তথ্য ঠিক থাকা অত্যন্ত জরুরি। তবে অনেক সময়ই আধার কার্ডে নাম বা ঠিকানা কিংবা মোবাইল নম্বর ভুল থাকে। সেই ভুল ঠিক করাতে ছুটতে হয় আধার সেন্টারে। ঘণ্টার পর ঘণ্টা সময় কেটে যায় লাইনেই। তবে এই দীর্ঘ লাইন দেওয়ার দিন শেষ এবার। আধার সেবা কেন্দ্রের চাপ কমাতে এবং দ্রুত আধার সংশোধনের কাজের জন্যই বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্র এবং আধার নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI)-র তরফে জানানো হয়েছে, এবার থেকে শুধু আধার সেবা কেন্দ্রেই নয়, বাড়ির কাছের পোস্ট অফিসেও আধার কার্ড সংক্রান্ত কাজ হবে। পোস্ট অফিসেই আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে। এর জন্য আপনাকে অতিরিক্ত কোনও টাকাও দিতে হবে না। আধার সেবা কেন্দ্রে আধার কার্ড আপডেট করতে যে চার্জ লাগে, পোস্ট অফিসেও সেই একই চার্জ লাগবে।

নতুন আধার কার্ড তৈরি করতে চাইলে তার জন্য লাগবে না কোনও টাকা। পোস্ট অফিসেই বায়োমেট্রিক সংগ্রহ, ছবি তোলা হবে। এছাড়া পোস্ট অফিসে গিয়ে আধার কার্ডে নাম, ফোন নম্বর, ঠিকানা, ছবিও আপডেট করানো যাবে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের মোট ১৩,৩৫২টি পোস্ট অফিসে এই আধার আপডেটের সুবিধা পাওয়া যাবে। আপনার বাড়ির কাছে কোন পোস্ট অফিসে আধার আপডেটের সুবিধা পাওয়া যাবে, তার জন্য https /indiapost.gov.in -এ ক্লিক করলেই বিস্তারিত তথ্য জানা যাবে।

Next Article